আর্শদীপ সিং'এর জন্য ফিদা এই বলি অভিনেত্রী, জানালেন মনের কথা !! 1

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। বেশ কয়েকজন ভারতীয় তারকা ক্রিকেটার সিনেমায় অভিনয় পর্যন্ত করেছেন। এছাড়াও অভিনেত্রীদের সঙ্গে এই জগতের প্রেমের সম্পর্কের উদাহরণ রয়েছে বহু। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) প্রেমের সম্পর্ক এবং তারপরে বিবাহ জীবন ক্রিকেট ভক্তদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মডেল, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও অসংখ্য তারকা ক্রিকেটারদের নাম জড়িয়ে থাকে। এবার জনপ্রিয় অভিনেত্রী আর্শদীপ সিং’ (Arshdeep Singh)’এর জন্য‌ নিজের‌ ভালোলাগা প্রকাশ করে আলোচনায় উঠে এলেন।

Read More: “আমি চাই না ক্যাপ্টেন্সি..”, BCCI’এর মুখের ওপর না বললেন রোহিত শর্মা !!

আর্শদীপ সিং’কে দিলেন মন-

আর্শদীপ সিং'এর জন্য ফিদা এই বলি অভিনেত্রী, জানালেন মনের কথা !! 2
Arshdeep Singh and Shehnaaz Gill | Image: Twitter

আর্শদীপ সিং এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা তারকা পেসার। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে বল হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। আইপিএলের মঞ্চেও তার দুরন্ত পারফর্মেন্স ভক্তদের মন‌ জয় করে নিয়েছে। এবার তার প্রেমে মজলেন বলিউড অভিনেত্রী। পাঞ্জাবের অভিনেত্রী এবং ছোট পর্দার জনপ্রিয় মুখ শেহনাজ গিল (Shehnaaz Gill) নিজের পছন্দের পুরুষের কথা বলতে গিয়ে ভারতীয় দলের অন্যতম এই তারকা ক্রিকেটারের নাম বলেন।

রণবীর এলাহাবাদিয়ারের (Ranveer Allahbadia) সঙ্গে এক পডকাস্টে এই প্রসঙ্গ উঠে আস। রণবীর আর্শদীপ সিং’এর নাম তুলতেই শেহনাজ এই তারকা ক্রিকেটারকে ‘কিউট’‌ বলে উল্লেখ করেন। এর সঙ্গেই তিনি মজা করে বলেন, “উনি স্পিডে বোলিং করলে আমি কোনো জবাবই দিতে পারব না।” শেহনাজ সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বিগ বস’এর মতো রিয়েলিটি শো থেকে নিজের জনপ্রিয়তা পান তিনি।‌অন্যদিকে আর্শদীপ এখনও পর্যন্ত দেশের হয়ে ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০৫ টি উইকেট সংগ্রহ করেছেন।

শুভমান গিলের সঙ্গে সম্পর্ক নেই-

শুভমান গিল, ভারত
Shubman Gill | Images: Getty Images

ভারতীয় দলের অধিনায়ক শুভমান (Shubman Gill) এবং শেহনাজ দুজনেরই নামের সঙ্গে যুক্ত রয়েছে গিল। তারা দুজনেই পাঞ্জাব থেকে এসেছেন। তাই সোশ্যাল মিডিয়ার মাঝেমধ্যেই তারা পারিবারিকভাবে সম্পর্কযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন করেন ভক্তরা। এবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে সাক্ষাৎকারে শেহনাজ এই বিষয়ে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করলেন। তিনি জানান তাদেরকে ভাই-বোন হিসাবে ভক্তরা দেখুক। কিন্তু তাদের দুজনের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

উল্লেখ্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় গুরুতর চোট পেয়েছেন শুভমান। তিনি মাত্র ৩ বল খেলে মাঠ ছাড়েন। এমনকি তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়। এর ফলে ২২ শে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে সম্ভবত তিনি অংশগ্রহণ করবেন না। এই ম্যাচে সম্ভবত ঋষভ পান্থকে (Rishabh Pant) ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে।

Read Also: ‘আমি কি হারমানপ্রীত?…’ – জুনিয়র হেনস্তার অভিযোগে অদ্ভুত সাফাই বাংলাদেশ অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *