বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে ঘিরে অভিনেত্রীর দাবি, ‘রাত কাটিয়েছি একসাথে’ — সমাজমাধ্যমে তুমুল চাঞ্চল্য !! 1

বলিউড ও ক্রিকেট সম্পর্ক শুরু থেকেই। একেরপর এক বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে খবরের শিরোনামে উঠে এসেছেন একাধিক ভারতীয় ক্রিকেটাররা। এবার এমন এক অভিনেত্রীর নাম খবরের শিরোনামে উঠে এসেছে যার নাম শুনে হকচকিয়ে যাবেন ভক্তরা। আসলে, এবার ট্রান্সজেন্ডার অভিনেত্রী ববি ডার্লিংয়ের এক বিস্ফোরক মন্তব্য সমাজ মাধ্যমে উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি সামাজিক মাধ্যমে মন্তব্য করে জানিয়েছেন যে তিনি নাকি বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছিলেন। এমনকি মেতেছিলেন যৌনতার খেলায়।

তারকা ক্রিকেটারের নামে অভিযোগ আনলেন ববি

ক্রিকেট
Bobby Darling | Image: Getty Images

ববি ডার্লিংয়ের এই অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। সদ্য একটি সাক্ষাৎকারে এমন বয়ান দিয়েছেন ববি। বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা ক্রিকেটার মুনাফ প্যাটেলের (Munaf Patel) নামে অভিযোগ এনেছেন ববি। ভারতের গ্লেন ম্যাকগ্রা বলা হতো মুনাফ প্যাটেলকে, তবে চোটের কারণে অল্প বয়সেই তাঁর ক্যারিয়ার সমাপ্ত হয়ে গিয়েছিল। মুনাফ ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন মুনাফ। তিনি টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি ১১টি উইকেট সংগ্রহ করেছিলেন। এবার বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের উপর আঙ্গুল তুললেন বলিউড অভিনেত্রী।

Read More: অবসর কাটিয়ে আবার মাঠে নামছেন শিখর ধাওয়ান, চালাবেন ব্যাটিং তান্ডব !!

ববি সাক্ষাৎকারে জানিয়েছেন যে মুনাফের সাথে একটি পার্টিতে দেখা হয়েছিল তাঁর এবং তার উপর আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। তবে, মুনাফের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তার। সাক্ষাৎকারে মুনাফকে নিয়ে ববি বলেন, “তখন আমরা বন্ধু ছিলাম। এক ক্লাবে আমাদের দেখা হয়েছিল এবং আমরা একসাথে সেখানে পার্টি করেছিলাম। আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেসময় আমার ছবি খুব একটা ভালো ছিল না।” পঙ্কজ শর্মা নামে জন্ম হয়েছিল ববি ডারলিং অর্থাৎ পাখি শর্মার। খুব অল্প বয়সেই পঙ্কজ থেকে পাখি হয়ে উঠেছিলেন তিনি।

মুনাফ প্যাটেলের নামে আনলেন বড় অভিযোগ

ক্রিকেট
Munaf Patel | Image: Getty Images

মুনাফের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে ববি বলেন, “আমি মুনাফকে পছন্দ করলেও তাঁর সঙ্গে আমি কোনো সম্পর্কে ছিলাম না। ওর সাথে আমার একটা মানসিক সংযোগ গড়ে উঠেছিল। তবে সেটা ভালোবাসা ছিল না, এটা ছিল ওয়ান নাইট স্ট্যান্ড- এর গল্প। আমি যখন মিডিয়াকে এসব কথা জানাই তখন ওর সাথে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। আমি মিডিয়ার সামনে মুনাফের নাম নিয়েছিলাম, মুনাফ আমায় বলেছিল এতে ওর বদনাম হবে। আমায় ও বলেছিল বাঁকি ক্রিকেটাররা কি ভাববে ? আমি বলি যে আমি কি সত্যিই এতটাই খারাপ হয়ে গিয়েছি যে আমার ফোনটাও ধরছো না ? আমার সাথে শোয়ার সময় তো তোমার কাছে আমি মাখনের মতো ছিলাম।

যদিও ববি ডারলিং- এর এই বিস্ফোরক দাবি নিয়ে কোনো মতামত পেশ করেননি মুনাফ। অন্যদিকে, মুনাফ ভারতের হয়ে, ১৩টি টেস্ট ৭০টি ওডিআই ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। টেস্টে ৩৫, ওডিআইতে ৮৬ ও টি-টোয়েন্টিতে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। মুনাফকে এবারের আইপিএলে দিল্লির বোলিং কোচ হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল।

Read Also: “আমায় জোর করতো..”, মহম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহানের বিস্ফোরক অভিযোগ, তোলপাড় সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *