ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) যখন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয় একাধিক বিতর্ক সামনে উঠে আসে। পাহেলগামে জঙ্গি হামলার পর এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সালমান আলী আঘাদের (Salman Ali Agha) সঙ্গে কোনোরকম সৌজন্য বিনিময় করেনি। হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) মহিলাদের বিশ্বকাপেও একই পথে হেঁটেছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
পাকিস্তানের সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক সম্পর্ক দোলাচলের মধ্যে রয়েছে। এইরকম পরিস্থিতিতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান (Sharukh Khan)। কিং খানকে নিয়ে এবার কটুক্তি করলেন জনপ্রিয় বিজেপি নেতা।
Read More: ৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !!
KKR’এ মুস্তাফিজুর রহমান-

২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনি এই মরসুমে ৯ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। কিন্তু এই তারকা পেসার ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে যান। তবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের (Jake Fraser McGurk) পরিবর্ত হিসেবে এসে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে ৩ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর। তবে এই মিনি নিলামেও অবিক্রিত থেকে যাবেন বলেই মনে করেছিলেন অনেকে।
ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। মিনি নিলামে এই বাংলাদেশি তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস আগ্ৰহ প্রকাশ করেছিল। তাদের সঙ্গে পাল্লা দিয়ে বিড করতে থাকে কলকাতা নাইট রাইডার্স। নাইট বাহিনী শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ টাকায় এই তারকা পেসারকে দলে নেয়। এটাই ছিল আইপিএলের মঞ্চে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।
শাহরুখ খানকে আক্রমণ-

মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে আসার পর থেকেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন শাহরুখ খান (Sharukh Khan)। ধারাবাহিকভাবে বাংলাদেশের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বরা ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করে সাম্প্রতিক সমালোচনায় উঠে এসেছেন। ফলে অনেকেই মনে করছেন এই দেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করা উচিত। এর মধ্যেই শাহরুখ খানের দল মুস্তাফিজুরকে দলে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।
বলিউড তারকাকে কটাক্ষ করে এবার বিজেপি নেতা সঙ্গীত সোম (Sangeet Som) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি এক সভায় বক্তব্য রাখার সময় বলেন, “যদি রহমানের মতো খেলোয়াড় ভারতে খেলতে আসে তবে তারা বিমানবন্দর থেকে বের হতে পারবে না। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে সকলকে জানাচ্ছি। শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকের বোঝা উচিত যে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেই দেশের মানুষ তাকে এতদূর নিয়ে এসেছে।”