ইতিহাস ভাঙ্গা-গড়ার মধ্যে দিয়ে ক্রিকেটের যাত্রাপথ এগিয়ে চলেছে। প্রতিদিন লেখা হচ্ছে নতুন অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্লাব ক্রিকেটে দাপটের সঙ্গে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটাররা বোলিং এবং ব্যাটিং পারফর্মেন্সের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করেছেন। বর্তমানে একাধিক দলের সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়া অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে জায়গা তৈরি করেছে। এই দুই দলের একাধিক তারকা আন্তর্জাতিক মঞ্চে গড়েছেন অসংখ্য রেকর্ড। ব্লু ব্রিগেডরা আর কিছু দিন পরেই অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে মাঠে নামতে চলেছে। তার আগে এখানে এমন এক অজি তারকার বিধ্বংসী ব্যাটিং নায়ে আলোচনা করা হল যা ইতিহাস হয়ে গেছে।
Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!
অজি তারকার অবিশ্বাস্য ইনিংস-

বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও টেস্ট ক্রিকেটকে এখনও ক্রিকেটাররা গুরুত্বের সঙ্গে দেখেন। লাল বলের ফরম্যাটের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি ব্যাটসম্যান এসেছেন। আন্তর্জাতিক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (Brian Lara) এক ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে রেকর্ড করেছিলেন। তবে ক্লাব ক্রিকেটে এই রেকর্ড অনেক আগেই ছুঁয়ে ছিলেন বিল পন্সফোর্ড (Bill Ponsford)।
১৯২৭-২৮ শেফিল্ড শিল্ডে অবিশ্বাস্য ইনিংস গড়েছিলেন তিনি। এই টুর্নামেন্টে কুইন্সল্যান্ডের (Queensland) বিপক্ষে ভিক্টোরিয়া (Victoria) মাঠে নেমেছিল এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ভিক্টোরিয়ার হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ৪৩৭ রানের ইনিংস খেলেছিলেন বিল পন্সফোর্ড। তার ব্যাট থেকে কোনো ছক্কা আসেনি। এই কিংবদন্তি ব্যাটসম্যান ৪২ টি চার দিয়ে ইনিংসটি সাজান। উল্লেখ্য তিনি দেশের হয়ে ২৯ টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে তুলে নিয়েছেন ২১২২ রান।
ব্রায়ান লারার ঐতিহাসিক রেকর্ড-

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের ইনিংস এখনও উজ্জ্বল হয়ে আছে। ২০০৪ সালে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছিল। এই ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে তৃতীয় স্থানে ব্যাটিং করতে নামেন লারা। অধিনায়ক হিসেবে ব্যাট করতে নেমে একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। এই কিংবদন্তি ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫৮২ বলে ৪০০ রান।
তিনি ইনিংসটি ৪ টি ছয় এবং ৪৩ টি চার দিয়ে সাজিয়েছিলেন। অন্যদিকে ভারতের হয়ে দু’জন তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। ২০০৮ সালের চেন্নাইয়ের মাটিতে ৩০৪ বলে ৩১৯ রানের ইনিংস গড়েছিলেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। এরপর ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেন করুন নায়ার (Karun Nair)।