বিজয় হাজারে ট্রফির মঞ্চে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এক অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিল বিহার। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলগত রানের নতুন বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম তুলে নিল বিহার দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিহার দলের মোট সংগ্রহ ৫৭৪ রান। এখনও পর্যন্ত বাঁকি কোনও দল লিস্ট এ ক্রিকেটে এত রান বানাতে সক্ষম হয়নি। আজ থেকেই শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি। আর এই ট্রফির প্লেট পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছে বিহার ও অরুণাচল প্রদেশ। অরুণাচলের বোলারদের পিটিয়ে ছাতু বানালেন বিহারের ব্যাটসম্যানরা।
এই ঐতিহাসিক ইনিংসের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তরুণ এই ব্যাটার মাত্র ৮৪ বলে ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে খবরের শিরোনামে উঠে এসেছেন। বৈভব বাউন্ডারি ও ওভার বাউন্ডারির দিকে ভিত্তি করেই তাঁর ইনিংসটি গড়ে তুলেছিলেন। বৈভব ২২৬.১৯ স্ট্রাইক রেটে ১৬টি চার ও ১৫টি বিশাল ছক্কায় মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বৈভবের পাশাপাশি ব্যাট হাতে তাণ্ডব চালান দলের অধিনায়ক সাকিবুল গণি। তিনি মাত্র ৪০ বলে ১২৮ রান করে আগ্রাসী বায়িংয়ের ধারা বজায় রাখেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি চার ও ১২টি ছক্কা।
Read More: ভারত-নিউজিল্যান্ড সিরিজের আগেই মাথায় হাত ভক্তদের, গুরুতর চোটে ছিটকে গেলেন অধিনায়ক !!
বিজয় হাজারেতে ইতিহাস গড়লো বিহার

এমনকি, বিহারের উইকেটরক্ষক ব্যাটসম্যান আয়ুশ-ও পিছিয়ে থাকেননি। মাত্র ৫৬ বলে ১১৬ রানের ঝোড়ো শতরান করে দলের স্কোর পাহাড়সম করে তোলেন। তিনি ১১টি চার ও ৮টি ছক্কা হাঁকান এই ম্যাচে। এর আগে ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই তামিলনাড়ু ২ উইকেটে ৫০৬ রান করেছিল, সেটিই ছিল সর্বোচ্চ দলগত স্কোর। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল বিহার।পুরো ইনিংসে বিহার দল হাঁকিয়েছে মোট ৩৮টি ছক্কা এবং ৪৯টি চার। বাউন্ডারির বিচারে দলের রানসংখ্যা গিয়ে পৌঁছায় ৪২৪ রানে অর্থাৎ বিহারের ব্যাটসম্যানরা মাত্র ৮৭ বলে বানিয়েছে ৪২৪ রান। বিহারের এই দুরন্ত ব্যাটিংয়ের পর রিতিমতন ব্যাকফুটে চলে এসেছিল বিপক্ষ দল।