ব্রিসবেন টেস্টে আদৌ ফিরতে পারবেন নভদীপ সাইনি? রইল বড় আপডেট 1

ইতিমধ্যেই বেশ জমজমাট জায়গায় পৌছে গিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনে শেষ করেছে ৬২/২ স্কোরে। ইতিমধ্যেই দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মাকে হারিয়েছে ভারত, এই মুহুর্তে পরিস্থিতি সামাল দিতে আসরে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে।

ব্রিসবেন টেস্টে আদৌ ফিরতে পারবেন নভদীপ সাইনি? রইল বড় আপডেট 2

কিন্তু বর্তমানে কেবল ১০জন ব্যাটসম্যান নিয়েই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। কারণ চলতি টেস্টের প্রথম দিনে পায়ের চোটের জন্য বোলিং করতে করতে মাঠ ছেড়েছিলেন তারকা পেসার নভদীপ সাইনি। আর এর জেরে বড় প্রশ্ন, যদি প্রয়োজন পড়ে, তাহলে কি এই ম্যাচে আবারও মাঠে নামতে পারবেন নভদীপ সাইনি? এই নিয়ে বেশ চিন্তায় রয়েছে ভারতের তামাম ক্রিকেটপ্রেমীরা। এবার এই নিয়ে এল বড় আপডেট।

ব্রিসবেন টেস্টে আদৌ ফিরতে পারবেন নভদীপ সাইনি? রইল বড় আপডেট 3

জানা গিয়েছে, ইতিমধ্যেই নভদীপ সাইনির চোট সারাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে নেমে পড়েছে ভারতীয় দলের মেডিকাল দল। দ্রুত চেষ্টা করা হচ্ছে যাতে দ্বিতীয় ইনিংসে বল করতে নামতে পারেন সাইনি। ফলে একপ্রকার আশা করাই যায়, ব্যাট করতে হয়ত নামবেন না এই নবাগত পেসার। এই নিয়ে বিশিষ্ট সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাতকারে টিম ম্যানেজমেন্টের এক সূত্র বলেছেন, “মেডিকাল টিম সাইনির চোট সারাতে কাজ করছে। ওনার কুচকিতে চোট রয়েছে, কিন্তু ওরা চেষ্টা করে চলেছে যাতে উনি দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেন।”

ব্রিসবেন টেস্টে আদৌ ফিরতে পারবেন নভদীপ সাইনি? রইল বড় আপডেট 4

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬ তম ওভার বল করতে এসেছিলেন নভদীপ সাইনি। সেই ওভারের পঞ্চম বল করার পর হঠাতই মাটিতে শুয়ে পড়েন সাইনি। ফলো থ্রুতেই বেশ অস্বস্তি হচ্ছিল সাইনি। শুয়ে পড়ে নিজের থাইয়ের অংশে বেশ যন্ত্রণা পাচ্ছিলেন সাইনি। সেই সময় দলের ফিজিও এসে দেখেন নভদীপ সাইনিকে, খানিক সুশ্রুষা করার পরেও কোনও লাভ হয়নি। আর তাঁর জেরে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নভদীপ সাইনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *