big-names-feature-in-dpl-2025-auction

গত বছর আবির্ভাবেই সাড়া ফেলেছিলো দিল্লী প্রিমিয়ার লীগ (DPL)। ডিডিসিএ আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা থেকে উঠে এসেছিলো একঝাঁক তরুণ। দ্বিতীয় মরসুমে আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দিল্লী ক্রিকেট নিয়ামক সংস্থা। বাড়ানো হয়েছে দলের সংখ্যা। ছয় নয় বরং এই বছর আটটি দল মাঠে নামবে শ্রেষ্ঠত্ব অর্জনের পরীক্ষায়। সব কিছু ঠিকঠাক থাকলে অগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে ডিপিএল-এর (DPL) দ্বিতীয় মরসুম। আজ অর্থাৎ ৬ জুলাই রয়েছে টুর্নামেন্টের নিলামপর্ব। প্রত্যেক দল’কে ১.৫ কোটি টাকার অকশন পার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিযোগিতার পুরনো দলগুলি একজন করে খেলোয়াড়কে ‘রিটেন’ করার সুযোগ পাচ্ছে। থাকছে একটি ‘আরটিএম’ কার্ড ব্যবহারের সুযোগ’ও। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি একজন করে তারকাকে বেছে নিতে পারবে ড্রাফটের মাধ্যমে।

Read More: “মানহানির নোটিশ পাঠাবো..”, মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগে এনে হুমকি হাসিন জাহানের !!

DPL-এ দল পেলেন না বিরাট-

Rishabh Pant to Feature in DPL 2025 | Image: Twitter
Rishabh Pant to Feature in DPL 2025 | Image: Twitter

দ্বিতীয় মরসুমেও অব্যাহত ডিপিএলের স্টার কোশেন্ট। পুরানি দিল্লী ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। বাংলাদেশ সফর বাতিল হয়ে গেলে গোটা মরসুমই দিল্লী প্রিমিয়ার লীগ খেলতে পারেন তিনি। নর্থ দিল্লী স্ট্রাইকার্স ধরে রেখেছে পেস বোলিং অলরাউন্ডার হর্ষিত রাণা’কে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে আইপিএলে ঝড় তোলা আয়ুষ বাদোনিও (Ayush Badoni) থাকছেন তাঁর পুরনো দল সাউথ দিল্লী সুপারস্টার্সে। নজর থাকবে তাঁর দিকে। অনুজ রাওয়াত’কে ‘রিটেন’ করেছে ইস্ট দিল্লী রাইডার্স। ওয়েস্ট দিল্লী লায়ন্স ও সেন্ট্রাল দিল্লী কিংস ধরে রেখেছে যথাক্রমে আয়ুষ দোসেজা ও জন্টি সিন্ধু’কে। নয়া দুই ফ্র্যাঞ্চাইজি নিউ দিল্লী টাইগার্স ও আউটার দিল্লী ওয়ারিয়র্স ড্রাফটের মাধ্যমে দিলে নিয়েছে যথাক্রমে হিম্মত সিং ও প্রিয়াংশ আর্য’কে। আইপিএলে নজর কাড়ার পর দু’জনকেই নিয়েই কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার।

ডিপিএলের নিলামে চর্চার কেন্দ্রে ‘বিরাট।’ তবে তিনি সুপারস্টার বিরাট কোহলি নন, বরং বিরাট যাদব (Virat Yadav)। আজ বিকেল পাঁচটায় তাঁর নাম ডাকা হয় নিলামকক্ষে। তবে ১৮ বর্ষীয় টপ-অর্ডার ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। অবিক্রিত থাকতে হয় তাঁকে। নিলামের অ্যাক্সিলারেটেড রাউন্ডে ফের উঠতে পারে তাঁর নাম। তখনও যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁর ব্যাপারে আগ্রহ না দেখায় তাহলে ডিপিএলের (DPL) আশা আপাতত ত্যাগ করতে হবে দিল্লী ক্রিকেটের নতুন বিরাটকে। তবে মরসুমের মাঝপথে আসলেও আসতে পারে সুযোগ। বিরাটের অবিক্রিত থাকার দিনে নয়া রেকর্ড গড়লেন সিমরজিৎ সিং (Simarjeet Singh)। সর্বোচ্চ ৩৯ লক্ষ টাকা দামে তিনি যোগ দিলেন সেন্ট্রাল দিল্লী কিংসে। অভিজ্ঞ ঈশান্ত শর্মা’র দর উঠেছে ১৩ লক্ষ টাকা। তিনি যোগ দিয়েছেন ওয়েস্ট দিল্লী লায়ন্সে।

তারকার ছড়াছড়ি DPL-এ-

Digvesh Rathi and Priyansh Arya to Play DPL | Image: Getty Images
Digvesh Rathi and Priyansh Arya to Play DPL | Image: Getty Images

দিল্লী প্রিমিয়ার লীগের (DPL) দ্বিতীয় মরসুমে অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা যাবে একঝাঁক পরিচিত মুখ’কে। নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন নীতিশ রাণা (Nitish Rana)। গায়ে চাপিয়েছেন ভারতীয় দলের জার্সিও। ৩৪ লক্ষ টাকার বিনিময়ে ডিপিএলে ওয়েস্ট দিল্লী লায়ন্সের প্রতিনিধিত্ব করবেন তিনি। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে সাড়া ফেলে দেওয়া দিগভেশ রাঠী’কে (Digvesh Rathi) ৩৮ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করেছে সাউথ দিল্লী সুপারস্টার্স। দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন তিনি। আইপিএলজয়ী আরসিবি স্কোয়াডের সদস্য সুয়শ শর্মা ১৫ লক্ষ টাকায় যোগ দিয়েছেন ওয়েস্ট দিল্লী লায়ন্স ফ্র্যাঞ্চাইজিতে। নিলাম পর্বে নাম লিখিয়েছিলেন প্রাক্তন টিম ইন্ডিয়া সুপারস্টার বীরেন্দ্র শেহবাগের পুত্র বেদান্ত। কিন্তু আপাতত অবিক্রিত রয়েছেন তিনি। নাম রয়েছে বিরাট কোহলির ভাইপো আর্যবীরেরও। এখনও অনিশ্চিত তাঁর ভাগ্য’ও।

Also Read: ব্যাট করতে গিয়ে অদ্ভুত কান্ড ঘটালেন ঋষভ পান্থ, সেই মজার ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *