T20 World Cup 2024: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি সিজিন (IPL 2024)। ইতিমধ্যেই অর্ধেকের বেশি ম্যাচ সমাপ্ত হয়ে গিয়েছে। পয়েন্ট তালিকার বিচারে আপাতত শীর্ষ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। গতকাল টেবিল টপার রাজস্থানকে পরাস্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল ম্যাচের নায়ক হয়েছেন সুইং কিং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। একসময় একা হাতেই টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে বর্তমান সময়ে টিম ইন্ডিয়া থেকে অনেক দূরেই রয়েছেন তিনি। আর ভারতীয় দলের বারবার অবহেলার পাত্র হয়ে এবার ক্রিকেট থেকেই অবসরের কথা ভেবে নিলেন ভুবি।
অবসর নেওয়ার পরিকল্পনা করছেন ভুবনেশ্বর
ভারতীয় দলের হয়ে ২২ নভেম্বর ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে শেষবারের মতন দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে ঘরোয়া লিগে খেলতে দেখা গেলেও ভারতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই ডাক পাননি তিনি। ২০২২ T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) তিনিই ছিলেন ভারতীয় দলের মুখ্য পেসার। ফর্মের ঘাটতির ফলে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এবার সমাজ মাধ্যমে নিজের অবসরের একটি ইঙ্গিত দিলেন ভুবনেশ্বর।
Read More: শেষ বলে জয় সুনিশ্চিত করলো SRH, প্লে-অফের টিকিট কনফার্ম করতে রাজস্থানের অপেক্ষা অব্যহত !!
গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ওভার বোলিং করতে এসে জস বাটলার ও সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নে ফেরান ভুবি এবং শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে দীর্ঘ ৭ বছর পর আইপিএলে ম্যাচের সেরা হলেন তিনি। আর ম্যাচের সেরা হওয়ার পর তার ইন্সট্রাগ্রাম একাউন্ট পর্যবেক্ষণ করে দেখা গেল যে ভুবনেশ্বর তার বায়োতে ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ লিখে রাখতেন সেই ভুবনেশ্বর এখন শুধু ‘ইন্ডিয়ান’ লিখে রেখেছেন।
ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার
বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। তবে ইনস্টাগ্রামে অনেক আগেই বায়ো পরিবর্তন করেছিলেন তিনি। ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২১ টেস্টে ৬৩ উইকেট নিয়েছেন। ১২১ টি ওডিআই ম্যাচে যথাক্রমে ১৪১টি উইকেট নিয়েছেন এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ৮৭ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। আইপিএলের কথা বলতে গেলে ১৭০ ম্যাচে ১৭৮ উইকেট পেয়েছেন তিনি। আর চলতি আইপিএলে ভুবি ১০ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এবং ১০.১৯ রান করে দিয়েছেন ওভারপিছু।
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 2, 2024