বোলার হিসেবে গোটা বিশ্বে সুবিদিত ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আন্তর্জাতিক অভিষেকের শুরুতেই সাড়া জাগিয়ে দিয়েছিলেন তিনি। টি-২০ ও ওডিআই, দুই ফর্ম্যাটেই কেরিয়ারের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। দীর্ঘ সময় দেশের প্রতিনিধিত্ব করেছেন। দেশে-বিদেশে নিয়েছেন বহু উইকেট। স্যুইং কিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনে তিনি যে কার্যকরী ভূমিকা নিতে পারেন তা ভুবি (Bhuvneshwar Kumar) দেশের জার্সিতে বুঝিয়েছেন বেশ কয়েকবার। ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট অর্ধশতক রয়েছে তাঁর। SENA দেশগুলিতে টেস্ট গড়’ও ৩০-এর বেশী। আজ থেকে ১২ বছর আগে দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ব্যাটার ভুবনেশ্বর নজর কেড়েছিলেন উত্তরাঞ্চলের বিরুদ্ধে।
Read More: “ঐদিকে তো বোম পড়বে…” ভারত-পাক সমস্যা মেটাতে অভিনব প্রস্তাব শেহজাদের, হাসির রোল নেটদুনিয়ায় !!
ভুবনেশ্বরের অনবদ্য শতরান ব্যাট হাতে-
২০১২ সালের দলীপ ট্রফির (Duleep Trophy) দ্বিতীয় সেমিফাইনালে হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হয়েছিলো নর্থ জোন ও সেন্ট্রাল জোন। ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) মাঠে নেমেছিলেন সেন্ট্রাল জোনের জার্সিতে। টসে জিতে প্রথমে নর্থ জোন ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো। শিখর ধাওয়ানের শতরান ও যুবরাজ সিং-এর (Yuvraj Singh) দুর্দান্ত ২০৮-এর সুবাদে প্রথম ইনিংসে ৪৫১ রান তোলে তারা। জবাবে ব্যাটিং করতে নামা সেন্ট্রাল জোনের হয়ে ৬৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক মহম্মদ কাইফ। রবিন বিস্ত, অশোক মেনারিয়া, জলজ সাক্সেনার ব্যর্থতায় একটা সময় লিড নেওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছিলো নর্থ জোন। কিন্তু রুখে দাঁড়ান সাতে নামা মহেশ রাওয়াত ও আট নম্বরে ব্যাট করতে নামা ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ঈশান্ত শর্মা, পরভিন্দর আওয়ানা, ঋষি ধাওয়ানদের বিপক্ষে জ্বলে ওঠেন তাঁরা।
রাওয়াতের (Mahesh Rawat) ব্যাটে আসে ৭১ রান। চমকে দেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)। ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১২৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। মূলত তাঁর শতরানে ভর করেই নর্থ জোনের রান’কে টপকে যায় সেন্ট্রাল জোন। কার্যকরী ক্যামিও আসে প্রবীন কুমার, মুরলী কার্তিক (Murali Karthik), ঋতুরাজ সিং-দের ব্যাট থেকেও। শেষমেশ ৪৬৯ রানে থামে সেন্ট্রাল জোন। ১৮ রানের লিড ছিনিয়ে নেওয়ায় ফাইনালের দিকে এক পা এগিয়ে গিয়েছিলো তারা। দ্বিতীয় ইনিংসে এক উইকেটের বিনিময়ে ১৮৭ তুলে ডিক্লেয়ার করে নর্থ জোন। ১৭০-র লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলেন কাইফ-বিনীত সাক্সেনারা। কিন্তু ৩৯/১ অবস্থাতেই শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে জায়গা করে নেয় সেন্ট্রাল জোন’ই। ম্যাচে অনবদ্য শতরানের পাশাপাশি ২টি উইকেটও নিয়েছিলেন ভুবনেশ্বর।
দেখুন সেই ম্যাচের স্কোরকার্ড-
ভুবনেশ্বর কুমারের কেরিয়ার পরিসংখ্যান-
ভারতের হয়ে ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ২৬.০৯ গড়ে নিয়েছেন ৬৩টি উইকেট। ব্যাট হাতে ৩টি অর্ধশতক-সহ করেছেন ৫৫২ রান। ১২১টি একদিনের ম্যাচ ও ৮৭টি টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ভুবি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নিয়েছেন ১৪১ উইকেট। ১৪.১৫ গড়ে করেছেন ৫৫২ রান। আর কুড়ি-ওভারের ফর্ম্যাটে তাঁর ঝুলিতে ৯০ উইকেট। কুড়ি-বিশের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২ ম্যাচে ভুবনেশ্বেরের (Bhuvneshwar Kumar) উইকেটসংখ্যা ২৩১। করেছেন ২৪৪৫ রান। লিস্ট-এ ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ২১৯ উইকেট। ব্যাট হাতে রান সংখ্যা ১২২৩। টি-২০র দুনিয়াতেও পরিচিত মুখ ভুবনেশ্বর। ৩১০ উইকেট নিয়েছেন ২৯৫ ম্যাচে। আইপিএলের আঙিনায় তিন বার সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ জিতেছেন তিনি।