ক্রিকেট মাঠে বহুমাত্রিক প্রতিভার সাক্ষর রাখা ক্রিকেটারের সংখ্যা হয়ত রয়েছে অনেকই। প্রায় প্রতিটি দলেই এমন এক বা একাধিক ক্রিকেটারের উপস্থিতি দেখা যায়।
তবে টিম ইন্ডিয়ায় রয়েছেন এমন একজন ক্রিকেটার যিনি প্রকৃতপক্ষে অলরাউন্ডার না হলেও ভারতের একাধিক ম্যাচ জয়ের পেছনে রয়েছে তাঁর ব্যাটের অবদান। বলা হচ্ছিল ভারতীয় দলে বর্তমান সময়ে প্রভাব বিস্তারকারী পেস বোলার ভুবনেশ্বর কুমারের কথা। সবশেষ উদাহরণের চিহ্ন দেখা যায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের সাথে ২১ রানের দায়িত্বশীল ব্যাটিং।
এবার দেখে নেওয়া যাক ব্যাট হাতে ভুবনেশ্বর কুমারের ম্যাচ জয়ী পাঁচটি ইনিংস।
৫. ভারত বনাম অস্ট্রেলিয়া, (২০১৩ সাল)

ঘরের মাঠ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের দিন প্রথম ইনিংসের শুরুর দিকেই উইকেট হারিয়ে ধুঁকতে থাকলেও পরবর্তিতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ভারত। শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ২২৪ রানের সাথে নবম উইকেট জুটিতে ভুবনেশ্বর ব্যক্তিগত ৩৮ রান করলে প্রথম ইনিংসে বড় লিড পায় ভারত।
ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অজিদের ইনিংস থামলে আট উইকেটের জয় পায় ভারত।
৪. ভারত বনাম ইংল্যান্ড (২০১৪ সাল)

এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সি গায়ে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে আখ্যা দেয়া হয় ভুবনেশ্বর কুমারের এই ইনিংসটিকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৭ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন দিশেহারা তখন আজিঙ্কা রাহানের সাথে জুটি বেধে ৭০ রান করেন দুই ব্যাটসম্যান। যার মধ্যে ভুবনেশ্বর কুমারের অবদান ছিল ৩৬ রান।
দ্বিতীয় ইনিংসেও ৫২ রানের ঝলমলে ইনিংস খেলে দলের বড় সংগ্রহে অবদান রাখেন এই পেসার। ফলে ভারত ম্যাচ জিতে নেয় ৯৫ রানে।
৩. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৮ সাল)

২০১৮ সালে ভুবনেশ্বর কুমার তাঁর সেরা পারফরম্যান্স দেখান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে। সাদা পোশাকের এই ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসে ৩০ এবং ৩২ পাশাপাশি ৪ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই পেসার।
২. ভারত বনাম শ্রীলঙ্কা (২০১৭ সাল)

টপ অর্ডার ব্যর্থ হলে সাধারণত দায়িত্ব বর্তায় মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের কাঁধে। গতবছর লঙ্কানদের বিপক্ষে পাল্লেকেলেতে ওয়ানডে ম্যাচে টপ অর্ডার ও মিডল অর্ডার আকিলা ধনঞ্জয়ার বোলিং তোপে পড়লে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল আরো ১০০ রানের। ঠিক তখনই দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন পেসার ভুবনেশ্বর। ব্যক্তিগত ৫৩ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই পেসার।
১. ভারত বনাম বাংলাদেশ (২০১৮ সাল)

সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ২২২ রানে বাংলাদেশকে গুটিয়ে দিলেও লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেধে এদিন ব্যক্তিগত ২১ রান করে দলের জয়ে অবদান রাখেন এই পেসার। এরই সুবাদে ফাইনাল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের মত এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে আকাশী-নীল জার্সিধারীরা।