IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে সমাপ্ত হয়েছে কঠিন তিনটি টেস্ট, এবার পালা শেষ দুই টেস্টে ক্যাঙ্গারু বধ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইলানের টিকিট কনফার্ম করার। গত দুই বার WTC ফাইনালে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। তবে দুই বারেই ভারত কিউই’ ও অজি’দের বিরুদ্ধে পরাস্ত হয়েছে। গত দুইবার সহজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও এবার ভারতকে বেশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে যে কোন মূল্যে শেষ দুই টেস্টে জয়লাভ করতে হবে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী চতুর্থ এবং পঞ্চম টেস্টে ভারতীয় দলে পরিবর্তন হতে চলেছে। শেষ দুইটি টেস্ট ভারত তাদের পছন্দের মেলবোর্ন এবং সিডনিতে খেলতে চলেছে।
ভারত থেকে ভুবনেশ্বর পেলেন ডাক
এই দুই মাঠে ভারতের পারফরমেন্স সবসময় ভালো থাকে। তবে অস্ট্রেলিয়া দল চাইবে ভারতকে পরাস্ত করতে। গত দুই ম্যাচে তারা যেভাবে প্রদর্শন দেখিয়েছে তাতে ভারতীয় দলকে ব্যাকফুটে দেখিয়েছে। দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা রাখছে ভক্তরা। আর ভক্তদের মতে শেষ দুই টেস্টে ভারত থেকে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) পাঠানোর প্রয়োজন রয়েছে। বোলার হিসেবে ভুবনেশ্বর তার সুইং দ্বারা অজি ব্যাটসম্যানদের সমস্যার সম্মুখীন করবেন। তবে শুধুমাত্র বল হাতে নয় ভুবনেশ্বর ব্যাট হাতেও দেশের বাইরে, বিশেষ করে SENA দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভুবনেশ্বরের গড় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) থেকেও বেশি।
Read More: IND vs AUS 4th Test: মেলবোর্নে জয় নিশ্চিত ভারতের, এই তিন ক্রিকেটার চালাবেন ধ্বংসযজ্ঞ !!
দারুন ছন্দে রয়েছেন ভুবনেশ্বর
SENA কান্ট্রিতে জয়সওয়ালের গড় ২৬.৫৫, গিলের গড় ২৬.৭২, রোহিতের গড় ২৯.৬৬ এবং ভুবনেশ্বর কুমারের গড় ৩০.৬১। চলতি সময়ে বল হাতে দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন ভুবনেশ্বর। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। বল হাতে তাকে বেশ ছন্দে দেখাচ্ছে। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশ দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার দীর্ঘ সময় ভারতীয় দলের বাইরে রয়েছেন। এক সময় তিন ফরম্যাট খেলা ভূবনেশ্বর টি-টোয়েন্টি ফরম্যাটের স্পেশালিস্ট হয়ে উঠেছিলেন। তবে খারাপ ফর্মের জন্য তাকে বাদ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আইপিএল নিলামে ১০.৭৫ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ফিরেছেন ভুবনেশ্বর।