ভারতের বিভিন্ন রাজ্যের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলি সাম্প্রতিক সময় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই লিগগুলি থেকে অসংখ্য তরুণ ক্রিকেটার জনপ্রিয়তা অর্জন করছেন। গত ১৭ আগস্ট থেকে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UP T20) লিগের নতুন মরসুম শুরু হয়েছে। এই টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অসংখ্য অভিজ্ঞ তারকাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। লখনউ ফ্যালকনের (LFC) অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এবার তিনি এক তরুণ ব্যাটসম্যানের সামনে গড়লেন লজ্জার রেকর্ড।
Read More: আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই নিলেন বড়ো সিদ্ধান্ত, দেশ ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন !!
ভুবনেশ্বরের বোলিং বিপর্যয়-

এই বছর আইপিএলে ট্রফি জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি টুর্নামেন্টে ১৪ ম্যাচে ১৭ উইকেট সংগ্রহ করেন। এই অভিজ্ঞ পেসার বর্তমানে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UP T20) লিগে লখনউ ফ্যালকনকে (LFC) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু দলটি এখনও পর্যন্ত লিগ পর্বে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে পিছিয়ে পড়েছে। এর সঙ্গেই তরুণ ব্যাটসম্যানের সামনে লজ্জার রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। বুধবার উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20) রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্স (MRM) লখনউ ফ্যালকনের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচের প্রথম ইনিংসে মিরাটের হয়ে দুরন্ত ব্যাটিং করেন ঋতুরাজ শর্মা (Rituraj Sharma)। তিনি ম্যাচে ৩৭ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। এই ঋতুরাজ ইনিংসের ১৯ তম ওভারে ভুবনেশ্বরের বিপক্ষে একের এক চার-ছয় হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছেন। তিনি এই অভিজ্ঞ পেসারের বিরুদ্ধে এক ওভারে ২৯ রান করেন। এই ওভারে তার ব্যাট থেকে আসে ২ টি ছয় এবং ৪ টি চার।
দুরন্ত ফর্মে রিঙ্কু সিং-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি বর্তমানে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20) মিরাট ম্যাভেরিক্সের (MRM) হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। এখনও পর্যন্ত এই দলটি ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়েছে। এর সঙ্গেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু। ৭ ম্যাচে ১৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। ইতিমধ্যেই একটি দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন এই তারকা।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত মেরেছেন ১২ টি ছয় এবং ১৩ টি চার। উল্লেখ্য শেষ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেইভাবে ছন্দে ছিলেন না রিঙ্কু (Rinku Singh)। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৩৯ রান। চোট সমস্যার মধ্যেও ছিলেন এই তারকা। তাই এশিয়া কাপের আগে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে তার ফর্মে ফিরে আসা ভারতীয় দলকে ভরসা দিচ্ছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ভারতীয় দলের হয়ে এবার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।