চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 1

কলকাতা নাইট রাইডার্স (KKR) ২০২৬ আইপিএলে (IPL 2026) শক্তিশালী দল হিসেবে মাঠে নামার আগে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করছে। এই বছর তারা সেইভাবে টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারেনি। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাইটদের। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের ভারসাম্যে একাদশ তৈরি করা হলেও কৌশলগত সমস্যার কারণে কেকেআর (KKR) পিছিয়ে পড়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেছিলেন। এর মধ্যেই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) মঙ্গলবার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর মধ্যেই এবার কলকাতার (KKR) আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করতে চলেছেন বলে খবর সামনে এলো।

Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!

পদত্যাগ করছেন আরও দুই সদস্য-

চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 2
Bharat Arun | Images: Getty Images

আইপিএলে (IPL 2025) গত বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। দলকে ট্রফি এনে দেওয়ার বিষয়ে বিশেষ অবদান রেখেছিলেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাকে সাহায্য করেছিলেন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) এবং বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। ২০২৪ আইপিএলে নাইট বাহিনীদের হয়ে তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) জ্বলে উঠেছিলেন। তার সঙ্গে তরুণ পেসার হর্ষিত রানা (Harshit Rana) দুরন্ত বোলিং করে বিশেষ নজর কেড়েছিলেন।

তবে এই বছর কলকাতার নতুন মেন্টর হিসেবে ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo) আসার পর তিনি দলের বোলিং আক্রমণকে বিশেষ নজর দিয়েছেন‌‌। এর সঙ্গেই বোলিং কোচ হিসেবে ভরত অরুণের (Bharat Arun) ভূমিকা খুব একটা আশানুরূপ ছিল না। এবার তিনি কলকাতার নাইট রাইডার্সের (KKR) বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এর সঙ্গেই স্পিন বোলিং কোচ কার্ল ক্রো‌য়েও (Carl Crowe) তার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে।

LSG’তে যোগ দেবেন দুই সদস্য-

চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !! 3
Bharat Arun, Chandrakant Pandit and Varun Chakaravarthy | Images: Getty Images

রবি শাস্ত্রী (Ravi Shastri) ভারতীয় দলের প্রধান কোচ থাকাকালীন ভরত অরুণ (Bharat Arun) জাতীয় দলের বোলিং কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার তত্ত্বাবধানে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসার নিজেকে নতুন করে মেলে ধরার জন্য সুযোগ পেয়েছিলেন। সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের (KKR) পর এবার এই অভিজ্ঞ কোচ লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) হয়ে যোগদান করতে চলেছেন। আগামী দুই বছরের জন্য লখনউয়ের সঙ্গে বোলিং কোচ হিসেবে ভরত অরুণ (Bharat Arun) চুক্তি করেছেন বলেও খবর সামনে এসেছে। কার্ল ক্রো‌ও (Carl Crowe) লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) সঙ্গে যুক্ত হবেন বলে খবর সামনে এসেছে।

অন্যদিকে এই দলের মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন জাহির খান (Zahir Khan)। কিন্তু এই বছর তার ভূমিকা দলের পারফর্মেন্সের ওপর প্রভাব ফেলতে পারিনি। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি লখন‌উ (LSG)। এর সঙ্গেই দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে জাহির খানের (Zahir KhanK মতবিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে। ফলে এই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে লখন‌উ সুপার জায়ান্টস চুক্তির সময় বর্ধিত করতে চাইছে না। এর সঙ্গেই প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে লখন‌উ কর্মকর্তারা।

Read Also: ওভালে মেজাজ হারালেন গৌতম গম্ভীর, মাঠকর্মীদের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা ভারতীয় কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *