ঋদ্ধিকে নয়, এনাকেই দেওয়া হোক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, এমন টাই দাবি হরভজন সিংহর! 1

মুম্বই: আইপিএলে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে সাত রানে হেরে যাওয়ার পর ওয়াংখেড়ের পিচ কিউরেটরকে একহাত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। প্রসঙ্গত, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব তিন উইকেটে ২৩০ রানের বিশাল রান খাড়া করে। জবাবে সেই রান প্রায় তুলে ফেলেছিল মুম্বই। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে তারা ২২৩ রান করে। ওয়াংখেড়ের এদিনের পিচ থেকে বোলাররা সামান্যতম সুবিধাও আদায় করতে পারেননি।

বিরাট সম্মান সৌরভকে, মহারাজের থেকে পিছিয়ে পড়লেন শচীন-ধোনি!

ম্যাচে পঞ্জাব মাত্র ৩.৫ ওভারেই অর্ধশতরান তুলে ফেলে। প্রতিযোগিতায় এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। মাঠের চারধারে চার-ছ’য়ের বন্যা বইয়ে দিয়ে ৫৫ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ধোঁয়াধার ৪৭ রানের ইনিংস খেলেন। মুম্বইয়ের বোলারদের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরাহ ছাড়া সবাই গড়ে দশের ওপর রান দিয়েছেন। তাদের মধ্যে গড়ে সবচেয়ে বেশি রান দিয়েছেন হরভজন। তাঁকে বেধড়ক পিটিয়ে তিন ওভারে ৪৫ রান তোলে পঞ্জাবের ব্যাটসম্যানেরা। অর্থাৎ গড়ে প্রতি ওভারে ১৫ রান করে দেন ভাজ্জি।

আইপিএলে না খেলতে টোপ অজি ক্রিকেটারদের! কী কাজ করতে চলেছে সিএ তা জেনে নিন

পালটা জবাবে মুম্বইও ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করে। প্রথম উইকেটে সিমন্স ও পার্থিব প্যাটেল ৫২ বলে ৯৯ রান তুলে নেন। মাঝে রোহিত শর্মা, নিতিশ রানা তড়িঘড়ি ফিরে গেলেও পোলার্ড ও হার্দিক পান্ডিয়া জুটি ২১ বলে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে ফের লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন। শেষ দু’ওভারে জয়ের জন্য মুম্বইয়ের ২৩ রান দরকার ছিল। কিন্তু মুম্বই সাত রান দূরে থেমে যায়। দুই ইনিংসে রানের পাহাড় ওঠার পরে ওয়াংখেড়ের পিচের সমালোচনা করে মুম্বইয়ের হরভজন সিং টুইট করেছেন,

”এ দিনের ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন ওয়াংখেড়ের পিচ কিউরেটর। ৪০ ওভারে ৪৬০ রান তুলে ফেলেছে দুটি দল। আগামী দিনে এমন সময় আসছে যে, বোলাররা নয়, এখানে বোলিং মেশিনই বোলারের কাজটা করে দেবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *