ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বেটিং, ফের দিল্লি থেকে গ্রেপ্তার চার বুকি ! 1

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীলঙ্কা ৭ উইকেটে হারিয়েছে ভারতকে।আর ওই ম্যাচের পরে বেটিংয়ের অপরাধে চার জন বুকিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।India v Sri Lanka - Cricket : News PhotoIndia v Sri Lanka - Cricket : News PhotoIndia v Sri Lanka - Cricket : News Photo

দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, চার বুকিই দিল্লির বাসিন্দা। ধৃতরা হল কুমার গুপ্তা (৩৯),  বিজয় কুমার (৪৭), দুর্গা প্রসাদ গোয়েল (৪৭) এবং রাজু গুপ্তা (৩৬)। এদের কাছ থেকে মোট ৩৯টি মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা, চারটি ল্যাপটপ এবং এই বিষয়ে হিসেব-নিকেশ সংক্রান্ত ১০টি খাতা পাওয়া গিয়েছে।পুলিশ আরও জানিয়েছে, এই চার জনকে উত্তর-পশ্চিমাঞ্চলের কেশব পূরম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে বেটিং অবৈধ, ফলে এই চার বুকির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

India v Sri Lanka - Cricket : News PhotoIndia v Sri Lanka - Cricket : News PhotoIndia v Sri Lanka - Cricket : News Photo

দিল্লির পুলিশ কমিশনার মিলিন্দ মহাদেও দুম্বরে জানিয়েছেন, ধৃতরা নিজেদের অপরাধের কথা কবুল করেছে। তিনি জানিয়েছেন, ধৃতরা বলেছে যে, তারা অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি টাকা উপাজর্নের জন্য এই কাজ করেছে। আর গত তিন-চার বছর ধরে বেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এই বুকিরা পুলিশের চোখকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এই বেটিং করত। এদের সঙ্গে আর কাদের যোগাযোগ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

India v Sri Lanka - Cricket : News PhotoIndia v Sri Lanka - ICC Champions Trophy : News PhotoIndia v Sri Lanka - ICC Champions Trophy : News Photo

প্রসঙ্গত, ওই ম্যাচে শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রান তোলে। শিখর ধাওয়ান করেন ১২৫ রান, রোহিত শর্মা করেন ৭৮।পরে ধোনির (৬৩) সৌজন্যে ভারত তিনশোর গন্ডি অতিক্রম করে। ভারতের বোলারদের অবশ্য কোনওরকম রেয়াত করেননি গুনাথিলাকা (৭৬), কুশল মেন্ডিসরা (৮৯)। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১৫৯ রান যোগ করে দলের জয়ের ভীত গড়ে দেন। পরে সেই কাজ পূর্ণ করেন কুশল পেরেরা,   অ্যাঞ্জোলা ম্যাথিউজরা। শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথিউজ ৫২ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কা  ৪৮.৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৩২২ রান তুলে ম্যাচ জিতে নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *