ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ব্লু ব্রিগেডেরা দাপটের সঙ্গে প্রতিপক্ষদের জবাব দেওয়ার চেষ্টা করেছে। সিরজ জয় করতে না পারলেও ২-২ ব্যবধানে ড্র করে প্রশংসিত হচ্ছে ভারতীয় দল। এই সিরিজে একাধিক তারকা ক্রিকেটার হয়ে উঠেছিলেন ম্যাচ জয়ের নায়ক। এবার ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) টেস্ট সিরিজের সেরা একাদশ প্রকাশ্যে এলো।
Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্ল’ ভারতের !!
সেরা ছয়ে এগিয়ে রাহুল-

২০০০ সালের পর থেকে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজের সেরা একাদশ বাছাই করলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু এই একাদশে সম্প্রতি শেষ হওয়া হাইভোল্টেজ টেস্ট সিরিজের একাধিক ম্যাচের নায়ক মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং শুভমান গিল (Shubman Gill) জায়গা পাননি। প্রথমেই ক্রিকেট ভক্তরা ভোটের মাধ্যমে সেরা ওপেনার হিসেবে কেএল রাহুল (KL Rahul) এবং অ্যালিস্টার কুককে (Alastair Cook) বেছে নেন। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন রাহুল।
তিনি ৫ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। উল্লেখ্য এই তালিকায় রাহুল (KL Rahul) একাদশের প্রথম ছয়ের মধ্যে বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে ৩ এবং ৪ নম্বরে ভারতের দুই অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান জায়গা পেয়েছেন। তারা হলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং রাহুল দ্রাবিড় (KL Rahul)। পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli ) এবং ষষ্ঠ স্থানে বেন স্টোকস (Ben Stokes)। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের অধিনায়ক বল এবং ব্যাট দুই বিভাগেই দুরন্ত ফর্মে ছিলেন।
বোলিংয়ের নেতৃত্বে অশ্বিন-

সপ্তম ও অষ্টম স্থানেও ভারতীয় কিংবদন্তিদের বেছে নিয়েছেন ক্রিকেট ভক্তরা। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ৭ নম্বরে বেছে নেওয়া হয়েছে। তিনি ভারতের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক হিসাবেও নিজের পরিচয় তৈরি করেছিলেন। ৮ নম্বরে রয়েছেন তরকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনি অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে ৫ ম্যাচে ৫১৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৭ টি উইকেট তুলে নিয়েছেন।
বোলিং বিভাগে প্রথমেই রবিচন্দ্রন আশ্বিনকে (Ravichandran Ashwin) বেছে নিয়েছেন ক্রিকেট ভক্তরা। এই কিংবদন্তি স্পিনার ১০৬ ম্যাচে সংগ্রহ করেছেন ৫৩২ টি উইকেট। এছাড়াও বাকি দুই বোলার হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং জেমস অ্যান্ডারসন (James Anderson)। কিংবদন্তি পেসার ১৮৮ ম্যাচে সংগ্রহ করেছেন ৭০৪ টি উইকেট। অন্যদিকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ৩ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি শিকার করেন মোট ১৪ টি উইকেট।