জসপ্রীত বুমরাহ ( ভারত )
এবছর ভারতীয় বোলিং বিভাগের অন্যতম মুখ জসপ্রীত।মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার থেকে ভারতের জাতীয় দলের বোলিং বিভাগের অন্যতম মুখ ,এক লম্বা জার্নির গল্প।
২০১৬ সালে সিডনির মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ডেবিউ হয় বুমরাহর।এরপর থেকেই বিপক্ষ দলগুলোর ব্যাটিং লাইন আপের মাথা ব্যাথার অন্যতম কারন হয়ে উঠেছেন তিনি।তার বল পড়া অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে দাড়িয়েছে বিপক্ষের ব্যাটসম্যানদের কাছে।দেশের জার্সি গায়ে এখনও অবধি ৪৯ টি ওয়ানডে খেলেছেন বুমরাহ, নিয়েছেন ৮৫ টি উইকেট।