কাগিসো রাবাদা ( দক্ষিন আফ্রিকা )
এইবছর বিশ্বকাপের যে কয়টি দল আছে তাদের মধ্যে অন্যতম সেরা বোলিং লাইন আপ মনে করা হচ্ছে দক্ষিন আফ্রিকার।আর সেই দলের পেস বোলিংয়ের অন্যতম মুখ কাগিসো রাবাদা।বছর ২৪ এর এই পেস বোলার ইতিমধ্যে সমীহ আদায় করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটে ।সদ্য শেষ হওয়া আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।
২০১৫ সালে বাংলাদেশের মাঠে ওয়ানডে ডেবিউ তে সাড়া ফেলে দিয়েছিলেন দারুন পারফরম্যান্স করে।এখনও অবধি খেলেছেন ৬৬ টি ওয়ানডে, তাতে নিয়েছেন ১০৬ টি উইকেট।এটাই প্রথম বিশ্বকাপ রাবাদার।যা ফর্মে আছেন তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করলে অবাক হওয়ার কিছু নেই।