বেন স্টোকস ( ইংল্যান্ড )
ভারতের যেমন হার্দিক পান্ডিয়া, তেমনই ইংল্যান্ডের ক্ষেত্রে বেন স্টোকস।এবছর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে ইংল্যান্ড কে।সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেট দুরন্ত ফর্মে আছে মর্গ্যানরা । এমনকি এবছর বিশ্বকাপ জেতার পাল্লা ভাড়ি তাদেরই।আর এই হট ফেবারিট দলের অন্যতম মুখ এই অলরাউন্ডার।এবছর বিশ্বকাপে দেশের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন স্টোকস , এমনটাই বলেছেন তার জাতীয় দলের সদস্য বাটলার।
এ যুগের সবচেয়ে বিস্ফোরক অলরাউন্ডারের ট্যাগটি তাকেই দেওয়া চলে।এখনও অবধি দেশের হয়ে ৮৪ টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন স্টোকস।করেছেন ২২১৭ রান।আছে তিনটে সেন্চুরি এবং ১৫ টি হাফ সেন্চুরি।অন্যদিকে উইকেট নিয়েছেন ৬৩ টি।