২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 1

হার্দিক পান্ডিয়া ( ভারত )

২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 2

এবারের বিশ্বকাপে ভারতের অলরাউন্ডার বিভাগের অন‍্যতম মুখ হার্দিক পান্ডিয়া।২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পান্ডিয়ার।ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংয়ের পরিবর্তন হিসেবে একটি মুখের যে প্রয়োজন ছিলো তা পূরণ করে দিয়েছেন হার্দিক‌।তার অলরাউন্ড পারফরম্যান্স এর উপর ভিত্তি করে একাধিক ম‍্যাচে জয় পেয়েছে ভারত।এবারের বিশ্বকাপে পেস বোলিং এ্যটাকের দায়িত্বের পাশাপাশি তার হাতে থাকতে চলেছে লোয়ার অর্ডারের ব‍্যাটিং দায়িত্ব।

অনেকেই তাকে এবছর ভারতীয় দলের অন‍্যতম ম‍্যাচ ফিনিশার মনে করছেন।দেশের হয়ে এখনো ৪৫ টি ওয়ানডে খেলেছেন হার্দিক, তার মধ্যে ব‍্যাটিং করার সুযোগ পেয়েছেন ২৯ টি ইনিংসে ।এক্ষেত্রে তার রান সংখ্যা ৭৩১ ।আছে চারটি ৫০ রানের ইনিংস।উইকেট নিয়েছেন ৪৪ টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *