কেদার যাদব ( ভারত )
২০১৪ – ১৫ মরশুমে সীমিত ওভারের ক্রিকেটে যখন ধোনির দাপট টা খানিকটা কমেছে ঠিক সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে কেদার যাদবের।সেই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ডেবিউ হয় তার, এরপর একের পর এক অলরাউন্ড পারফরম্যান্স এর মধ্যে দিয়ে দলের নির্ভরযোগ্য।ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি।এইবার বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারের দায়িত্ব থাকতে চলেছে তারই উপর।
দেশের জার্সি গায়ে এখনও অবধি ৫৯ টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন যাদব।করেছেন ১১৭৪ রান।এর মধ্যে আছে ২ টি সেন্চুরি এবং ৫ টি হাফ সেন্চুরি।শুধু ব্যাটিং নয়, বোলিং করতে ও কেদারের জুড়ি মেলা ভার।নিয়েছেন ২৭ টি উইকেট।ইকনমি রেট : ৫.১৫ ।