২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 1

বাবর আজম ( পাকিস্তান )

২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 2

এবছর বিশ্বকাপে পাকিস্তানের ভাগ‍্য নির্ধারনের ক্ষেত্রে এই বছর ২৪ এর ক্রিকেটারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে।ইতিমধ্যে বাবরকে ” পাকিস্তানের বিরাট কোহলি ” বলে ডাকা শুরু হয়েছে।

ইউনিস খান, মিসবাহ উল হকের মতো ক্রিকেটারদের পর পাকিস্তানের জাতীয় দলে যে শূন‍্যস্থান তৈরী হয়েছিল তা পরবর্তী সময়ে আজমের আসায় পূরন হয়‌।গত কয়েক বছর তার ফর্ম নির্ভরতা দিয়েছে পাক ব‍্যাটিং লাইন আপকে।

এবিডি ভিলিয়ার্সের অন্ধভক্ত এই পাক ব‍্যাটসম‍্যান তার আন্তর্জাতিক কেরিয়ারের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স এর মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছিল।

এখনও অবধি ৬৪ টি ওয়ানডে ম‍্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাবর।সেখানে ৫১.৬৮ গড়ে করেছেন ২৭৩৯ রান।এরমধ্যে আছে নয়টি সেন্চুরি এবং ১২ টি হাফ সেন্চুরি।সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রাকটিস ম‍্যাচে সেন্চুরি করেছিলেন বাবর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *