শাই হোপ ( ওয়েস্ট ইন্ডিজ )
২০১৬ সালে হারারে তে শ্রীলঙ্কার বিপক্ষে একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয় হোপের।এরপর থেকে একের পর এক দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গেছে তাকে ইন্ডিজের জার্সি গায়ে।এবছর প্রথম বিশ্বকাপ খেলতে চলেছেন।তিনি, তাই স্বাভাবিকভাবেই তার ফর্মের বিষয়টি মাথায় রেখে দলের তিন নম্বরে জায়গা দেওয়া হলো তাকে।
গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে ধারাবাহিক ভাবে দারুণ ব্যাটিং করে এসেছেন তিনি।বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে তার পারফরম্যান্স ছিলো দুরন্ত।দেশের জার্সি এখনও অবধি ৫৪ টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন হোপ।করেছেন ২২৪৭ রান।ছয়টি সেন্চুরি করার পাশাপাশি রয়েছে ১০ টি হাফ সেন্চুরি।গড় – ৫১.০৬ ।