২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 1

ফাকার জামান ( পাকিস্তান )

২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 2

২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ইংল‍্যান্ডের মাঠে চ‍্যাম্পিয়ানস ট্রফি জিতেছিলো পাকিস্তান।মূলত ফাকার জামানের দুরন্ত সেন্চুরি সেই দিন পাক দলকে এই ট্রফি জিততে সাহায্য করেছিল এরপর রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন এই পাক ওপেনার।

দেশের জার্সি গায়ে ইতিমধ্যে ৬৩ টি ম‍্যাচ খেলেছেন ফাকার।তার রানসংখ‍্যা ১৬ ৪২ , গড় – ৫১.৩১ ।চারটে সেন্চুরির পাশাপাশি ওয়ানডেতে একটি ডবল সেন্চুরি আছ তার নামের পাশে।হাফ সেন্চুরি – ১০ টা।

এইবার প্রথম বিশ্বকাপ খেলতে নামতে চলেছেন এই অত্যন্ত প্রতিভাবান ব‍্যাটসম‍্যান।দেশকে চ‍্যাম্পিয়ানস ট্রফি এনে দিয়েছিলেন, তাই স্বাভাবিক ভাবেই এবার তাকে ঘিরে গোটা পাকিস্তানের পাশাপাশি টিম ম্যানেজমেন্টর প্রচুর আস্থা তৈরী হয়েছে।

মিডল অর্ডার – শাই হোপ, বাবর আজম, বেন স্টোকস,  কেদার যাদব এবং হার্দিক পান্ডিয়া

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *