কুলদীপ যাদব ( ভারত )
এবছর আইপিএল টা একেবারেই ভালো যায়নি কুলদীপের, এমনকি টুর্নামেন্টের মাঝপথে তাকে প্রথম এগারো থেকে বাদ দিয়ে দেয় কলকাতা টিম ম্যানেজমেন্ট।যদিও তার উপর অগাধ আস্থা বিরাটের।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ডেবিউ এর পর এখনো অবধি খেলেছেন ৪৪ টি ওয়ানডে, নিয়েছেন ৮৭ টি উইকেট, ভারতের এবারের বিশ্বকাপের স্পিন বিভাগের অন্যতম মুখ।
একনজরে নবাগত এগারো
জনি ব্যারিস্টো, ফাকার জামান, শাই হোপ, বাবর আজম,বেন স্টোকস, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া,কাগিসো রাবাদা, জসপ্রীত বুমরাহ,রাশিদ খান, কুলদীপ যাদব।