২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 1

রাশিদ খান ( আফগানিস্তান )

২০১৯ এর বিশ্বকাপের "সেরা নবাগত একাদশ " , তালিকায় আছে একাধিক ভারতীয় ক্রিকেটার 2

এবছর বিশ্বকাপের যেসব স্পিনাররা ভেলকি দেখাবেন তাদের মধ্যে অন‍্যতম রাশিদ খান।গত কয়েক বছরে যেভাবে বিশ্বক্রিকেটে নিজেদের তুলে ধরেছে আফগানিস্তান, তেমনই সেই দেশের পোস্টার বয় হয়ে উঠেছেন রাশিদ।

২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয় রাশিদের।এরপর থেকেই জাতীয় দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠেন এই স্পিনার।এখনও অবধি খেলেছেন ৫৮ টি ওয়ানডে, তাতে নিয়েছেন ১২৫ টি উইকেট।এবছর বিশ্বকাপে স্পিনের ভেল্কি দেখাবেন রাশিদ তা আশা করাই যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *