ভারতীয় ক্রিকেট এখন এই দশকে সবথেকে শক্তিশালী দল। ভারতীয় দল সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে যেখানে দল উইন্ডিজকে ৩ দিনের মধ্যে পরাস্ত করে দিয়েছে। সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে ভারত। ভারত এখন যেমন উইন্ডিজদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে তেমন এক কালে উইন্ডিজরা ভারতের বিরুদ্ধে এমন দাপট দেখতো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পড়েছে এক শোকের ছায়া। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক সোনালি অধ্যায় শেষ হয়ে গেল। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার নেপথ্যের অন্যতম নায়ক পরলোক গমন করেছেন। ৭৫ বছর বয়সে এই কিংবদন্তি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রাণ হারালেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

উইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি পেসার বার্নার্ড জুলিয়েন আর নেই। তাঁর মৃত্যুর খবরে গোটা ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। বার্নার্ড জুলিয়েন শুধু বল হাতে না ব্যাট হাতেও বেশ দাপট দেখাতেন। ১৯৫০ সালের ১৩ মার্চ ত্রিনেদাদে জন্মেছিলেন তিনি। ৪ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বার্নার্ড জুলিয়ান দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ওই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি চারটি উইকেট নিয়েছিলেন। এরপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি চারটি উইকেট নিয়েছিলেন। মেগা ফাইনালে অজিদের বিরুদ্ধে বল হাতে অবদান না রাখলেও ব্যাট হাতে তিনি বেশ অবদান রেখেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।
Read More: অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই গৌতম গম্ভীর, কোচ হিসেবে দায়িত্ব নেবেন এই কিংবদন্তি !!
বাঁ-হাতি সুইং বোলার হিসেবে ছিলেন ভয়ঙ্কর, আবার প্রয়োজনে ব্যাট হাতে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতেন। তিনি ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়েও খেলেছেন। তবে, ১৯৮২-৮৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গিয়েছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ চরমে ছিল। তিনি দক্ষিণ আফ্রিকা সফরকারী বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ ছিলেন।
১৯৭৫ বিশ্বকাপের নায়ক ছিলেন বার্নার্ড

এক বিবৃতিতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (CWI) সভাপতি ডঃ কিশোর শ্যালো বলেছেন, “আমরা যখন বার্নার্ড জুলিয়েনের কথা বলি তাহলে তাকে সম্মান জানানো উচিত। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সর্বদা তার অবদান স্মরণ করবে। তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা চিরকাল বেঁচে থাকবে।” নিজের কেরিয়ারে ২৪ টেস্টে ৮৬৬ রান করেছেন বার্নার্ড। দুটো শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। বল হাতে ৫০টি উইকেট রয়েছে তাঁর। দেশের জার্সিতে ১২টি ওয়ান ডে ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। তাছাড়াও, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮৩ উইকেট ঝুলিতে রয়েছে।