প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএল থেকে ব্যান হচ্ছেন বেন স্টোকস, হাতছাড়া হলো কোটি টাকা !! 1

Ben Stokes: সদ্য প্রকাশ্যে এসেছে দশটি আইপিএল ফ্রাঞ্চাইজির রিটেনশন তালিকা, আর তারই মাঝে আইপিএল কতৃপক্ষ জানিয়ে দিয়েছে আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪-২৫ নভেম্বর। সৌদি আরবের ‘জেড্ডায়’ বসতে চলেছে আসন্ন আইপিএলের নিলামের আসর। আসন্ন নিলামের মঞ্চে ১৫৭৪ জন তারকা নাম লিখিয়েছেন। আসন্ন আইপিএলকে আরও জাকজমকপূর্ণ করতে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে বাড়তি ১০ কোটি টাকা খরচ করার অনুমতি দিয়েছে বিসিসিআই (BCCI)। তবে, আগামী আইপিএল থেকে বিদেশি প্লেয়ারদের জন্য কড়া ব্যাবস্থা নিতে চলেছে বিসিসিআই।

বিদেশিদের জন্য বড় সিদ্ধান্ত নিলো BCCI

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

প্রসঙ্গত, নিলামে দল পাওয়ার পর বেশ কিছু বিদেশি খেলোয়াড়রা রয়েছেন যারা ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের মঞ্চ থেকে সরে দাঁড়ান। এমন একজন খেলোয়াড় হলেন ইংল্যান্ড দলের লাল বলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes), শুধু তিনি নন বেশ কিছু ইংলিশ খেলোয়াড়দের মধ্যেও এই প্রবণতা দেখতে পাওয়া যায়। গত মৌসুমে জেসন রয়, হ্যারি ব্রুক, ক্রিস ওক্সদের মতন খেলোয়াড়রা নিলামে দল পাওয়ার পরেও আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন। তবে, এবার যদি কোনো খেলোয়াড় নিলামের মঞ্চে নাম লিখিয়ে পরে সরে দাঁড়ান তার জন্য আলাদা রকম শাস্তির ব্যাবস্থা নিয়েছে বিসিসিআই। আসলে বিদেশি খেলোয়াড় নিলামের পর না খেলার সদ্ধান্ত নিলে ফ্রাঞ্চাইজি গুলির কাছে নতুন খেলোয়াড় খোঁজ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়।

তবে আসন্ন আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো বিদেশি খেলোয়াড় মেগা নিলামের তালিকায় নিজের নাম নথিভুক্ত না করেন তাহলে তাকে আগামী মিনি নিলামেও নাম নথিভুক্ত করার অধিকার দেওয়া হবে না। আসলে মেগা নিলামে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের সম্পূর্ণ দল গঠন করতে চায় তাই খেলোয়াড়রা নিলামের মঞ্চ থেকে খুব বেশি দর ওঠে না। তবে মিনি নিলামে খেলোয়াড়কে কিনতে কোটি টাকার বৃষ্টি হয়, ঠিক যেমন গত আইপিএলে স্টার্ক ও কামিন্সকে কিনতে যথাক্রমে ২৪ ও ২২ কোটির বেশি খরচ করেছিল ফ্রাঞ্চাইজি। বিদেশি খেলোয়াড়রা টাকার লোভে মেগা নিলামে অংশ না নিয়ে মিনি নিলামে নাম নথিভুক্ত করতে চান।

ব্যান হচ্ছেন বেন স্টোকস

Ben Stokes, ipl 2024
Ben Stokes | Image: Getty Images

তবে, আসন্ন আইপিএলের নিলামের মঞ্চে সেটি আর হচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে দেখা যাবে না ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes)। আগামী বছর ইংল্যান্ড দলের ব্যাস্ত সময়সূচির জন্য তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে দেখা যাবে না। গত আইপিএলেও চোটের কারণে তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী স্টোকস যদি এবারের আইপিএলে নাম না লেখান তাহলে ২০২৬ আইপিএলেও তাকে দেখা যাবে না।

Read Also: Ben Stokes: ৬,৬,৬,৬,৬,৬… ঝড়ের গতিতে ব্যাটিং করলেন বেন স্টোকস, ১৬৩ বলেই হাঁকালেন ডবল হান্ড্রেড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *