বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার হলেন বেন স্টোকস (Ben Stokes)। বিগত দুই বছর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর টেস্ট ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল পরিণত হয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার বেন স্টোকস একবার ওডিআই ওয়ার্ল্ড কাপ ও একবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছেন। বর্তমানে টেস্ট দলের অধিনায়ক হিসাবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ৩৩ বছর বয়সী বেন স্টোকস ২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার অভিষেকটি করেছিলেন।
ইংল্যান্ড দলের এই তারকা অলরাউন্ডার নিজেকে তুলে ধরেছেন ২০১৬ সালে খেলা তার একটি দুর্দান্ত ইনিংসের মাধ্যমে। কেপটাউনে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিলেন বেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে ইংল্যান্ড দল ১৫৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল। তারপর ব্যাটিং করতে আসেন বেন স্টোকস (Ben Stokes)। ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের ছত্রখান করেছিলেন তিনি।
Read More: BREAKING NEWS: বৃষ্টিতে স্থগিত বেঙ্গালুরু টেস্ট, মাঠ ছাড়লো টিম ইন্ডিয়া !!
দ্বিশতরান হাঁকালেন স্টোকস
তার টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় শতরান হাঁকান স্টোকস। মাত্র ১৯৮ বলে ৩০টি চার ও ১১টি ছক্কার বিনিময়ে ২৫৮ রান বানিয়েছিলেন স্টোকস (Ben Stokes)। ১৩০.৩০ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন এবং বাউন্ডারির কথা বিচার করে ৪১ বলে ১৮৬ রান বানান তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জনি বেয়ারিস্টো ১৯১ বলে ১৮টি চার ও দুটি ছক্কার বিনিময়ে ১৫০ রান বানিয়েছিলেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৬১৯ রান বানিয়েছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে হাশিম আমলা ৪৭৭ বলে ২০১ এবং ১৪৭ বলে ১০২ রান বানিয়েছিলেন টেম্বা বাভূমা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬২৭ রান বানিয়ে ফেলে। তৃতীয় ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান বানিয়েছিল। তবে ম্যাচটি শেষমেশ ড্রর রূপ নিয়েই সমাপ্ত হয়েছিল।