IPL 2024: বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ১৬ তম বর্ষ অতিক্রম করলো আইপিএল। আইপিএলের ইতিহাসের কথা বলতে গেলে, ২০০৮ সাল থেকে এই টুর্নামেন্টের সূচনা হয়, আর আজ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK) দুই দলের কাছেই রয়েছে ৫ টি করে ১০ ট্রফি। এবার, ট্রফি জিতে শত্রু দল মুম্বই ইন্ডিয়ান্স’এর সমান ট্রফি জিতে ফেললো এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচে গুজরাত টাইটান্সকে পরাজিত করে পঞ্চম বারের মতন এই শিরোপা নিজেদের করে ফেলে চেন্নাই। আর এই দলের একজন প্লেয়ার ছিলেন বেন স্টোকস (Ben Stokes)। ২০২৩ আইপিএলের নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় চেন্নাই দলে সামিল করে স্টোকস কে।
Read More: IPL 2024-এর আগে বড় সিদ্ধান্ত নিলেন কাব্য মারান, যুবরাজ সিংকে করলেন দলের মেন্টর !!
১৬ কোটির বেশি মূল্যে চেন্নাই দলে জায়গা পেলেন স্টোকস
প্রথমত বেন স্টোকসকে চেন্নাই দলে বেন স্টোকসকে সামিল করার পর জানা যায় তিনি প্রথম কিছু ম্যাচ বোলিং করবেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচেই লখনৌ’এর বিরুদ্ধে এমএস ধোনি বেন স্টোকসের হাতে বল তুলে দেন। যদিও বল হাতে অসফল ছিলেন তিনি। এবছর আইপিএলে স্টোকস সিএসকে-এর হয়ে ২ ম্যাচে মাত্র ১৫ রান করেন এবং ১৮ রান দেন ১ ওভার বোলিং করে। তাছাড়া বাঁকি ম্যাচগুলি তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ আইপিএলেও (IPL 2024) চেন্নাইকে (CSK) ধোকা দিতে চলেছেন বেন স্টোকস। এবারের আইপিএল তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কাজের চাপ কমানোর জন্য ওডিআই ফরম্যাটকে আলবিদা ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু, সামনের অক্টোবর থেকেই বিশ্বকাপ শুরু হতে চলেছে।
২০২৪’ আইপিএলে খেলবেন না স্টোকস
আর এই বিশ্বকাপে জাতীয় দলে কামব্যাক করতে চলেছেন বেন স্টোকস। অবসর ভাঙার জন্য ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler) তাকে বিশেষ নিবেদন করেছেন। প্রসঙ্গত, সামনের বিশ্বকাপে বেন স্টোকসের মতন একজন অলরাউন্ডার দলের প্রয়োজন, আর স্টোকস ছিলেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা প্রতিদ্বন্দ্বী। আবার দীর্ঘ ৪ বছর পর তার থেকেই সেরাটা আশা করছে ইংল্যান্ড দল। তবে এরমধ্যে শোনা গিয়েছে, ২০২৪ আইপিএল (IPL 2024) চলাকালীন হাঁটুর অপারেশন করতে চলেছেন। আর যদি তাই হয় তাহলে আবার একবার চেন্নাই দলকে বোকা বানাবে স্টোকস। ২০২৪ সালের আইপিএলে হয়তো এমএস ধোনির শেষ আইপিএল হতে চলেছে, তার উপযুক্ত প্রতিস্থাপক হিসাবে বেন স্টোকসকেই বেছে নিয়েছিল ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে, আসন্ন আইপিএলে গতবারের মতন পরিস্থিতি তৈরি হলে সুদূর ভবিষ্যতে অধিনায়ক হিসেবে তাকে নাও দেখা যেতে পারে এমনকি তাকে দল থেকে রিলিজ ও করে দিতে পারে।