২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম, সামনেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023)। আর এই দুই মেগা মেগা টুর্নামেন্টকে কেন্দ্র করে বেশিরভাগ প্লেয়াররা বিশ্রাম নেওয়াটাই শ্রেয় বলে মনে করছেন আগামী দিনের সুস্থ থাকার জন্য। বর্তমানে খেলার চাপ এতটাই বেড়ে গিয়েছে যে প্লেয়াররা ৩ ফরম্যাট খেলার জন্য শক্তি বা সামর্থ আর নেই। যে কারণে কোনো একটি ফরম্যাট থেকে প্লেয়ারকে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। ওডিআই বিশ্বকাপকে কেন্দ্র করে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) টি টোয়েন্টি ফরম্যাট খেলা বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনই, কাজের চাপ কমানোর জন্য ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস (Ben Stokes) এবছর দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে খেলার ওডিআই সিরিজ খেলার পরেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ওই ফরম্যাট থেকে।
Read More: WC 2023: ছুটি হতে চলেছে শামি ও সিরাজের, বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন রোহিত পত্নীর ‘প্রাক্তন’ !!
বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস
বেন স্টোকস হলেন একজন বড়মাপের প্লেয়ার। কিন্তু ওডিআই ফরম্যাট থেকে তিনি আলবিদা ঘোষণা করে দিয়েছেন। যদিও আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ( WC 2023)। ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে চলেছে। ২০১৯ বিশ্বকাপের হিরো ছিলেন বেন স্টোকস। তিনি দলকে জয়ের পথ দেখিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালে। তবে, ২০২২ সালে জো রুট (Joe Root) ইংল্যান্ড টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে দলের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয় স্টোকস কে, এরপর থেকে বাড়তি চাপ শুরু হয়। এমনকি, চলতি বছরের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে, হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি এবারের আইপিএলের একাধিক ম্যাচ।
বিশ্বকাপে ফিরবেন বেন স্টোকস
কাজের চাপ কমানোর জন্য ওডিআই ফরম্যাট থেকে বিশ্রাম নেওয়ার কথা ভেবেছেন বেন। তবে সামনে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট যেকোনো মূল্যে চাইবে বেন স্টোকসকে জাতীয় দলে ফিরিয়ে আনতে। যদিও, এর আগে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টদের থেকেও এরূপ দেখা গিয়েছে যে অবসর প্রাপ্ত প্লেয়ারদের ফিরিয়ে নিয়ে আসা। এমনটা কিছুদিন আগে ঘটে যাওয়া ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে (ENG vs AUS) দেখা গিয়েছিল, অবসর নেওয়া ময়েন আলীকে (Mooen Ali) ইংল্যান্ড দলে সামিল করা হয়েছিল। ঠিক একইভাবে ইংল্যান্ড দলের সাদা বলের ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler) বেন স্টোকসের মতন প্লেয়ারকে জাতীয় দলে সামিল করতে। সূত্রের খবর অনুযায়ী, জাতীয় দলে কামব্যাক করতে চলেছেন বেন স্টোকস, বিশ্বকাপের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন এই অলরাউন্ডার।