IND vs NZ: জমে উঠেছে ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দুই টেস্টে পরাজয়ের পর অবশেষে তৃতীয় টেস্টে আবার একবার চালকের আসনে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল সিরিজে ২-০ পিছিয়ে থেকেও দল ভারতীয় দল চাইবে সিরিজের শেষ ম্যাচে জয়লাভ করতে। একদিকে ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর পর টেস্ট সিরিজ হারলো টিম ইন্ডিয়া, অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডকে পরাস্ত করেছে পাকিস্তান।
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হারলো ইংল্যান্ড, মুলতানে প্রথম টেস্ট জয়ের পর সিরিজের শেষ দুই টেস্টে পরাস্ত হতে হয়েছে ইংল্যান্ড দলকে। এরই মাঝে বড়সড় দূর্ঘটনার কবলে পড়লেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। জানা গিয়েছে, তাঁর বাড়িতে মারাত্মক ডাকাতি হয়েছে। আসলে টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে ছিলেন স্টোকসরা, ঠিক সেই সময়ে ঘটে এই ঘটনা।
স্টোকসের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা
মুখোশধারী কয়েকজন দুষ্কৃতী স্টোকসের বাড়িতে হামলা চালিয়েছিল বলে খবর শোনা গিয়েছে। ডাকাতির সময় বাড়িতে স্টোকসের স্ত্রী ক্লেয়ার এবং দুই সন্তান – লেইটন এবং লিবি বাড়িতেই উপস্থিত ছিলেন। গোটা পরিবারকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ১৭ অক্টোবর ঘটেছিল এই ঘটনাটি। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ক্যাপ্টেন বেন চোট সারিয়ে ইংল্যান্ড দলে এন্ট্রি নিয়েছিলেন। ঠিক সেই সময়ে ঘটে এই ঘটনা। তাঁর নর্থ-ইস্ট ইংল্যান্ডের কাসল ইডেনে অবস্থিত বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতি। তারপরই শুরু হয় লুটপাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্টোকসের একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।
স্টোকস তাঁর বাড়িতে হয়ে যাওয়া চুরির প্রসঙ্গে মন্তব্য করে লেখেন, “গত ১৭ অক্টোবর ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় আমার বাড়িতে ডাকাতি হয়েছে। দুষ্কৃতীরা বেশ কিছু গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে, এসব জিনিসের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যার সাথে আমার আবেগ জড়িয়ে রয়েছে। সকলের কাছে আমার আবেদন যদি কেউ দুষ্কৃতীদের খোঁজ দিতে পারেন তাহলে দয়া করে পুলিশকে খবর দিন।”
আইনের দ্বারস্থ হয়েছেন স্টোকস
এমনকি যে জিনিসগুলো চুরি করা হয়েছে, তার ছবিও পোস্ট করেছেন তিনি। গোটা ঘটনার যাতে দ্রুত তদন্ত হয়, তার আবেদন করেছেন ইংল্যান্ড দলের লাল বলের অধিনায়ক। স্টোকস এটাও জানান যে, এই ঘটনার পর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন তার স্ত্রী।
তিনি মন্তব্য করে আরও লেখেন, “এই ঘটনাটি যখন ঘটছে তখন আমার দুই সন্তান এবং স্ত্রী বাড়িতেই ছিলেন। ঈশ্বরের কৃপায় তাদের কিছু হয়নি। আমাদের এই অবস্থার পর পুরো পরিবার ভেঙে পড়েছে।” এরপর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে স্টোকস লেখেন, “পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি পাকিস্তানে ছিলাম। কঠিন সময়ে আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।”