২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। বছরের শুরুতেই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে হয়েছিল শুরু। ভারতের কাছে সামনেই আছে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। ভারতে আয়োজিত হচ্ছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। এই পরিস্থিতিতে আরো বেড়ে যায় এর রোমাঞ্চ ও ভারতের জেতার প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পায়। তবে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার আগে, টিম ইন্ডিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফর। ২ টেস্ট, ৩ ওডিআই ও ৫ টি টোয়েন্টি খেলতে চলেছে দুই দল। তবে, এই উইন্ডিজ সফর কাটতে না কটতে টিম ইন্ডিয়া উড়ে যাবে আয়ারল্যান্ডে। ওখানে গিয়ে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্ৰকাশ পেয়েছে স্কোয়াডের নাম, তবে এবার একবার টি টোয়েন্টি দলে জায়গা পেলেন না বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মা (Rohit Sharma) কেউই।
Read More: IRE VS IND: আয়ারল্যান্ড সফরে MS Dhoni’র মন জয় করবে টিম ইন্ডিয়া, ১৫ সদস্যের টিম অধিনায়ক মাহির শিষ্য !!
টি টোয়েন্টি দলে কামব্যাক করবে রোহিত-বিরাট
এই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে কামব্যাক করতে পারেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে ২০২২ সালে শেষবারের মতন টি টোয়েন্টি দলে দেখা গিয়েছিল। বিশ্বকাপ ২০২২’এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০উইকেটে লজ্জাজনক পরিণতির পর টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। অন্যদিকে, দলের ওপেনার হিসাবে ঈশান কিষান (Ishan Kishan), শুভমান গিলদের (Shubman Gill) দেখা যাচ্ছে। তবে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের দলে দুজনেই রয়েছেন, যেকারণে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট চাইবে না এই তরুণদের অতিরিক্ত সুযোগ দিয়ে বিশ্বকাপের আগে বেশি প্রভাব ফেলতে।
এই সিরিজেই ফিরছেন দলে
সূত্রের খবর অনুযায়ী আবার জাতীয় টি টোয়েন্টি দলে ফিরতে চলেছেন রোহিত ও কোহলি। বিশ্বকাপের আগে প্লেয়ারদের সুস্থ থাকার জন্যই এভাবে রোটেট করে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মতে টিম ইন্ডিয়ায় টি টোয়েন্টি দলে এখনও খেলার ক্ষমতা রাখেন দুই বর্ষিয়ান। মন্তব্য করে তিনি বলেছেন, “সবসময় সেরা ক্রিকেটারদের দলে নেওয়া উচিত। তারা যেই হোক না কেন, পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার, দুইজনেক কারুরই টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। এমনকি বিরাট কোহলি তো আইপিএলে দারুণ ফর্মে ছিলেন এবং আমায় যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব দুইজনেই এখনও টি-টোয়েন্টি দলে জায়গা পেতেই পারেন।” অন্যদিকে দুই জনের ক্যারিয়ারের কথা বলতে গেলে, বিরাট আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান করেছেন। ১১৫ ম্যাচে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান করেছেন এবং অন্যদিকে সর্বাধিক রান বানানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি মোট বানিয়েছেন ১৪৮ ম্যাচে ৩০.৮২ গড়ে ৩৮৫৩ রান।