জোহেব ইউসুফ
জোহেব ইউসুফের সঙ্গেও একটা সময় জুড়ে গিয়েছে অনুষ্কা শর্মার নাম। অনুষ্কা শর্মা যখন মডেলিং করতেন তখন তিনি র্যাম্প মডেল জোহেব ইউসুফের সাথে ডেট করতেন। দীর্ঘদিন ধরে দুজনেই একে অপরের সাথে সম্পর্কে ছিলেন, পরে তাদের দুজনেরই বিচ্ছেদ ঘটে। কী কারণে যে এই দু’জন আলাদা হয়ে যান সেটা অবশ্য কোনদিনই জানা যায়নি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান এই দু’জনকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। তবে এরপর যখন অনুষ্কার বলিউডে যাত্রা গড়গড়িয়ে এগিতে থাকে, তখনই এই দুজনের পথ আলাদা হয়ে যায়।