রণবীর কাপুর
অনুষ্কা শর্মার বয়ফ্রেন্ডের তালিকায় আরও একটি বড় নাম অবশ্যই রণবীর কাপুর। বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে বলিউডের বিখ্যাত কাপুর বংশের রণবীরের সঙ্গে অনুষ্কা শর্মার নাম জড়িয়ে যায় একটা সময়। সমপর্কটা এতটাই মাখোমাখো ছিল যে তখন কান পাতলেই শোনা যেত অনুষ্কা শর্মা এবং রণবীর কাপুর একে অপরকে ডেট করছেন। যদিও দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে কথা না বললেও, একসঙ্গে বহুবার ডিনার করতেও দেখা গেছে। অনেকেই ভেবেছিলেন এই সমপর্ক বিয়ে অবধি গড়াবে। তবে তেমনটা কিছু হয়নি। রণবীর সিং বর্তমানে আলিয়া ভটকে বিয়ে করে সংসার করতে ব্যস্ত।