যেখানে এক দিকে ইংল্যাণ্ড আর ওয়েলসে ৩০ মে বৃহস্পতিবার থেকে বিশ্বকাপে ২০১৯এর খেলা শুরু হচ্ছে অন্যদিকে সেখানে শ্রীলঙ্কা থেকে তাদের প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যের মৃত্যুর খবর আসছে। এই খবর ক্রিকেট প্রেমিদের জন্য যথেষ্ট দুঃখজনক। যদিও এই খবরের কতটা সত্যি রয়েছে সেই বিষয়েই আমরা আপনাদের এই বিশেষ প্রতিবেদনে জানাতে চলেছি।
অশ্বিন জয়সূর্যর মৃত্যুর খবর নিয়ে করলেন টুইট
ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখেন, “সনৎ জয়সূর্যর ব্যাপার আসা খবর কি সত্যি? আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি,কিন্তু টুইটারে এমন কিছুই নেই”।
Is the news on Sanath Jayasuriya true?? I got a news update on what's app but see nothing here on Twitter!!
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019
খবর সত্যি নয়
আপনাদের জানিয়ে দিই যে এই খবর মিথ্যা। এই খবরের কোনো সত্যতা নেই স্বয়ং সনৎ জয়সূর্য এই খবরকে মিথ্যে বলে জানিয়েছেন। তিনি একটি টুইট করে জানিয়েছেন আমার মৃত্যুর ব্যাপারে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। যা একদমই ভুল। সেই সঙ্গে তিনি মানুষের কাছে অ্যাপিল করেন যে এই খবর শেয়ার না করতে। আপনাদের জানিয়ে দিই যে সনৎ জয়সূর্য নিজের সময়ে বিশ্বের সবচেয়ে দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে একজন হিসেবে গন্য হতেন। তিনি শ্রীলঙ্কার দলের হয়ে ১১০টি টেস্ট ম্যাচ ৪৪৫টি ওয়ানডে ম্যাচ আর ৩১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এখানে দেখুন জয়সূর্য দ্বারা করা টুইট

Please disregard fake news by malicious websites regarding my health and well being.
I am in Srilanka and have not visited Canada recently.Please avoid sharing fake news.— Sanath Jayasuriya (@Sanath07) May 21, 2019
শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান সনৎ জয়সূর্য নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এই খবরকে মিথ্যে বলেছেন আর লেখেন যে, “আমার ব্যাপারে আসা খবরকে খন্ডন করুন আমি এখন ঠিক আছে সুস্থও আছি। আমি শ্রীলঙ্কাতেই আছি। কানাডা যাইনি। এই কারণে দয়া করে মিথ্যে খবরকে শেয়ার করবেন না।”