Because of suryakumar yadav tilak varma cant get a chance in indian team

Suryakumar Yadav: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরসুম, একের পর এক টুর্নামেন্টের সাক্ষী হচ্ছে ক্রিকেট বিশ্ব। এ বছরের শুরুতেই মহিলাদের বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল অভিযান এবং বছরের শেষটা হতে চলেছে পুরুষদের বিশ্বকাপ (WC 2023) নিয়ে। তবে এর মাঝে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেমন মহিলাদের জন্য প্রথমবারের জন্য আইপিএল আয়োজন করা হলো এই বছরের, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মহিলা দল (MI-W) প্রথম প্রচেষ্টায় ট্রফি জয়লাভ করলো। পাশাপাশি পুরুষদের আইপিএল সম্পন্ন হয়েছে যেখানে চেন্নাই সুপার কিংস (CSK) দল পঞ্চম বারের জন্য আইপিএল ট্রফি জয়লাভ করলো। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল ইংল্যান্ডের ওভালে। এছাড়া বর্তমানে অ্যাশেজ স্টেট সিরিজে মেতে উঠেছে সমগ্র ক্রিকেট বিশ্ব। অন্যদিকে ভারতীয় দলের কথা বলতে গেলে, তারা এই জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ফরম্যাটেই মুখোমুখি হতে চলেছে।

Read More: BCCI নিলো মস্ত বড় সদ্ধান্ত, অবসরের পরেও বিদেশি লীগে খেলা হচ্ছে না ভারতীয় প্লেয়ারদের !!

ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে তরুণ দল উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

Rohit sharma, suryakumar yadav
Rohit Sharma | Image: Getty Images

টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এখান থেকেই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) তৃতীয় সিজনের অভিযান শুরু হবে। প্রথম দুই সিজনের ফাইনালে প্রবেশ করলেও ফাইনালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে এবার নতুন দল নিয়ে শুরু করতে চলেছে অভিযান, অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে একাধিক তরুণকে দলে দেওয়া হয়েছে সুযোগ। টেস্ট এবং ওডিআই দল প্রকাশিত হওয়ার পরে জানা গিয়েছে এক প্রতিভাবান তরুণকে দেওয়া হয়নি সুযোগ। ঘরোয়া ক্রিকেট লীগ এবং আইপিএলে (IPL) বেশ দারুন পারফরম্যান্স করেছেন বছর ২০’র এই যুবক। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটাররা, তবুও তাকে জাতীয় দলে দেওয়া হয়নি সুযোগ। তার খেলার ভঙ্গিমা অনেকটা সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) মত। বেশ দুরন্ত ক্রিকেটিং শর্ট খেলে থাকেন তিনি তবে সূর্যের ছায়ায় রয়ে গেছেন তিনি।

সূর্যকুমার যাদবের জন্য জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ

Suryakumar Yadav
Suryakumar Yadav | Image: Getty Images

আমরা কথা বলছি সূর্যকুমার যাদবের সতীর্থ অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মার (Tilak Varma) কথা। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে স্কোয়াডে সামিল করেছিল এবং তারপর থেকে তার পারফরম্যান্স’এর উপর প্রভাব দেখা গিয়েছে। একের পর এক ম্যাচ খেলেছেন তিনি মুম্বাই দলের হয়ে ১১ টি ইনিংসে ৪২.৮৮ গড়ে ও ১৬৪.১১ স্ট্রাইক রেটে ৩৪৩ রান করেছেন । তবে ভারতীয় দলে সূর্যকুমার যাদবের অসাধারণ পারফরমেন্সের পরে ওই স্থানে অন্য কাউকে সুযোগ দিতে চাইছে না বিসিসিআই (BCCI)। তবে খুব শিগ্রই ভারতীয় দলে জায়গা পাকা করে নিতে চলেছেন তিলক। এমনকি আইপিএল চলাকালীন তিলককে নিয়ে দারুণ মন্তব্য করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, ভারতীয় দলের ক্যাপ্টেনের মতে তিনি খুব শীঘ্রই ভারতীয় দলের ক্যাপ পেতে চলেছেন। যার থেকে বোঝা যায় আগামী এক-দুই বছরের মধ্যেই ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন এই তরুণ।

Read Also: ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে লক্ষী লাভ টিম ইন্ডিয়ার, ড্রিম ইলেভেনের সাথে কোটি কোটি টাকার চুক্তি করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *