রিয়ান পরাগের জন্য ক্যারিয়ার শেষ KKR অধিনায়কের, দলে ফেরার রাস্তা পার্মানেন্ট বন্ধ !!  1

একেরপর এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। আইপিএলের নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (RR) ও দিল্লি ক্যাপিটালস (DC)। এই মেগা ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখা যায় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগের (Riyan Parag) ব্যাট থেকে। গত দুই ম্যাচেই তিনি ভালো ব্যাটিং করেছেন এবং রাজস্থান দলের হয়ে সর্বাধিক রান বানিয়ে এসেছেন। গতদিন দিল্লির বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে আসেন রিয়ান, ৪৫ বলে ৭টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।

২ ম্যাচেই কামাল করলেন রিয়ান পরাগ

Riyan parag, ipl 2024
Riyan Parag | Image: Getty Images

শুধু গতদিন নয়, এবারের আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেও, দুরন্ত প্রদর্শন দেখান রাজস্থানের রিয়ান পরাগ (Riyan Parag)। প্রথম ম্যাচে ২৯ বলে ১টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৪৩ রান জোরেন পরাগ। গত বছরের আইপিএলের পর প্রচুর পরিশ্রম করে নিজেকে প্রমান দিয়েছেন পরাগ। ডোমেস্টিক ক্রিকেটে ব্যাট হাতে বেশ ভালো ফর্ম দেখিয়েছিলেন তিনি। যার নমুনা দেখা যাচ্ছে পরাগের থেকে। সূত্রের খবর অনুযায়ী, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন পরাগ এবং তিনি নিতে চলেছেন কলকাতা দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জায়গা। চলতি আইপিএলে প্রথম ম্যাচে সম্পূর্ণ রূপে ব্যার্থ হয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শ্রেয়সের জায়গা ছিনিয়ে নেবেন পরাগ

Shreyas Iyer,
Shreyas Iyer | Image: Getty Images

KKR’দলের ক্যাপ্টেন শ্রেয়স খাতা খুলতেই ব্যার্থ হয়েছিলেন হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে। যদিও গতকাল দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে আইয়ার ৩৯ রানের একটি ইনিংস খেলেছেন। তবে বর্তমানে আইয়ার বিসিসিআইয়ের চুক্তির বাইরে রয়েছেন। তার এই বাইরে থাকার কারণে তাকে রিতিমতন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আশা করা হচ্ছে আসন্ন T20 বিশ্বকাপের জন্য দলে সুযোগ পাবেন না শ্রেয়স, তার পরিবর্তে ভারতীয় দলের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন রিয়ান পরাগ (Riyan Parag)।

ভারতীয় দলের হয়ে T20 ফরম্যাটে শ্রেয়স ৫১ টি ম্যাচ খেলেছেন এবং ৩০.৬৭ গড়ে ও ১৩৬.১৩ স্ট্রাইক রেটে ১১০৪ রান বানিয়েছেন তবে জাতীয় দলে T20 ফরম্যাটে খুব একটা সুযোগ পাননা তিনি। এমনকি তার পারফরমেন্সের উপর নজর রাখছে বিসিসিআই সিলেক্টররা। অন্যদিকে, রিয়ান এবারের আইপিএলে দুই ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান পরাগের উপর বেশ খুশি হয়েছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “রিয়ান পরাগ ভারতের হয়ে খুব দ্রুত খেলবেন। ভারতীয় ঘরোয়া ক্রিকেটকে কখনই হালকাভাবে নেবেন না, এটি আপনার নিজের ভালোর জন্য। রিয়ান পরাগের দিকে তাকান। তিনি সরাসরি আইপিএলে ভাল পারফর্ম করছেন কারণ তিনি সেখানে প্রচুর রান করেছেন।” এবার ভালো প্রদর্শন দেখিয়ে নিজের জায়গা ভারতীয় দলে পাকা করবেন কিনা তা সময় বলবে।

আরও পড়ুন | IPL 2024: “এই ম্যাচে যা করেছি সেটাই হয়তো…”, ব্যাঙ্গালোরকে পর্যুদস্ত করে বড় ফাঁস শ্রেয়াস আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *