ভাগ্য সঙ্গ দিচ্ছে না সঞ্জু স্যামসনের, লখনৌয়ের কুয়াশা প্রকট হলো কাল হয়ে !! 1

ভারতীয় ক্রিকেট দলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) ভাগ্য যেন আবারও প্রতিকূলতার মুখে দাঁড়াল। বহুদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে সুযোগের জন্য অপেক্ষায় ছিলেন কেরালার এই ব্যাটসম্যান। আর মাত্র দুই মাস বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের আগেই ওপেনিং পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে সঞ্জু স্যামসনকে। তাঁর জায়গায় ওপেনার হিসাবে খেলতে দেখা যাচ্ছে শুভমান গিলকে (Shubman Gill)। শুভমান ফিরে আসার সাথে সাথে সঞ্জু শুধু ওপেনিং পদ থেকে নয় বরং দল থেকেও বাদ পড়েছেন। সঞ্জুর ব্যাটিং সামর্থ্য এবং উইকেটকিপিং দক্ষতা তাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শুভমান গিল চোটের কারণে ছিটকে গেলে সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনিংয়ে সুযোগ পাবেন। কিন্তু সেই সম্ভাবনাও ভেস্তে গেল।

কুয়াশায় ভেস্তে গেল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ

Bcci
Hardik Pandya | Image: Twitter

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে প্রশিক্ষণ চলাকালীন শুভমান গিলের পায়ে চোট লাগে। সেই কারণে চতুর্থ ম্যাচে তাঁর খেলা নিশ্চিত ছিল না। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি স্যামসনের জন্য একটি বিশাল সুযোগ এনে দিয়েছিল। জাতীয় দলে দীর্ঘদিন ধরে স্থায়ী জায়গা প্রায়শই করে নিয়েছিলেন স্যামসন, তবে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসাবে দলে ফিরতে স্যামসনের জায়গা নিয়ে টানাটানি শুরু হয়। আবার স্যামসনের কাছে জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা ছিল তবে লখনউতে চতুর্থ ম্যাচটি ঘন কুয়াশার কারণে এক বলও না গড়িয়েই পরিত্যক্ত হওয়ায় স্যামসনের সেই স্বপ্ন আবার পিছিয়ে গেল।

খেলার সুযোগ এসেছিল সঞ্জুর কাছে

সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

সঞ্জুর কেরিয়ারের এটাই সবথেকে বড় দুর্ঘটনা যে – ফর্মে থাকা সত্ত্বেও সুযোগ মিলছে না তাঁর। কখনো সীমিত ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন আবার দলের সামঞ্জস্য বজায় রাখার জন্য তাঁকেই দল থেকে বাদ পড়তে হয়েছে। এই ম্যাচটিতে গিল না থাকায় তাকে ওপেনার হিসেবে দেখা যেত নিশ্চিতভাবেই। হয়তো বড় ইনিংসও আসতে পারতো তাঁর ব্যাট থেকে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর দুটি ডবল হান্ড্রেড হয়েছে এই ফরম্যাটে। এখন সঞ্জুর বদলে ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) দেখতে পাওয়া যাচ্ছে। গিল ওপেনিংয়ে ভূমিকায় ফিরে আসার পর সঞ্জুর খেলা নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে।

Read Also: দূষণের দাপটে বাতিল যোগী রাজ্যের টি-২০ ম্যাচ, BCCI ও প্রশাসনের দিকে উঠছে আঙ্গুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *