Jay Shah: আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক তার দিকে নজর রেখে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির উপর নজর রেখে ১৬-২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের নানান জায়গায় ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে পাক ক্রিকেট বোর্ড সেই ট্রফি নিয়ে যাওয়ার কথা ভেবেছিল স্কার্দু, মুরি এবং মুজফ্ফরাবাদে। আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাছাই করা এই তিনটি শহর পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত।
ভারতকে খোঁচা দিতে বড় সিদ্ধান্ত নিয়েছিল PCB
পিসিবি এই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় পাক-অধিকৃত কাশ্মীরে নিয়ে যাওয়া হবে না ট্রফি। আসলে পাকিস্তানের তিনটি বড় শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ট্রফি নিয়ে যাওয়া হবে না, অতিরিক্ত কুয়াশার জন্য পাক-অধিকৃত কাশ্মীর অঞ্চলে ট্রফি নিয়ে যাওয়ার জন্য বাছাই করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড বারবারই ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলার জন্য আহবান জানাচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই পাল্টে গেল চিত্র।
ভারতকে খোঁচা দেওয়ার জন্যই পাক অধিকৃত কাশ্মীরেই চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে এবার বিসিসিআইয়ের তোপের মুখে পড়লো পিসিবি। ভারতীয় বোর্ডের তরফ থেকে আইসিসির কাছে পিসিবির নেওয়া এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। বিসিসিআই সচিব জয় শাহ পিসিবির এই কাজের জন্য আইসিসির কাছে পিসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তীব্র নিন্দা জানালেন জয় শাহ
এবার পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের বিতর্ক নিয়ে জয় শাহ (Jay Shah) সরাসরি নিন্দা প্রকাশ করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে পাকিস্তানের এই ক্রিয়াকলাপ একেবারেই গ্রহণ যোগ্য নয়। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) আইসিসির কাছে দেশের বর্ডারের ইন্টগ্রিটি এবং খেলায় পলিটিকাল মদতের দাবি জানিয়েছেন। কয়েকদিন পরেই ভারতীয় ক্রিকেট ছেড়ে বিশ্ব ক্রিকেটের মনসদে বসতে চলেছেন জয় শাহ। পাকিস্তানের এই ক্রিয়াকলাপের পর পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) সরে গেলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না।
যদিও পিসিবি তাদের ভুল বুঝে তাদের নেওয়া সিদ্ধান্ত থেকে পিছুপা হয়েছে। জানা গিয়েছে তারা পাক-অধিকৃত কাশ্মীরে এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2-তে ট্রফি নিয়ে যে ‘ট্রফি ট্যুর’ করার সিদ্ধান্ত নিয়েছিল তা আর তারা করতে চাইছে না। তবুও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) নিয়ে থাকবে ধোঁয়াশা, ভারতীয় দল এর আগে ২০২৩ সালের এশিয়া কাপের জন্য পাকিস্তানে কোনো ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছিল।