Because of jay shah kl rahul get chance in indian team

দিনের পর দিন ভারতীয় ক্রিকেট নিয়ে চলছে বেশ চর্চা। পাশাপাশি চর্চা চলছে বোর্ড সেক্রেটারি জয় শাহকে (Jay Shah) নিয়ে। দীর্ঘ ১০ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আইসিসি ট্রফির মুখ দেখল না টিম ইন্ডিয়া। কখনো সেমিফাইনাল, কখনো ফাইনালে পরাস্ত হতে হয়েছে ভারতীয় দলকে। ঠিক তেমনি কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। এই ম্যাচে ভারতীয় দলের কথা বলতে গেলে, টসে জিতে আবার একবার ফাইনালে ভুল সিদ্ধান্ত নিতে দেখা গেল দলকে। প্রথমে অস্ট্রেলিয়া দলকে ব্যাটিং করতে পাঠিয়ে রীতিমতো সমস্যার সম্মুখীন হয় টিম ইন্ডিয়া। যে কারণে পরবর্তীতে পরাজিত হতে হয়েছে দলকে। তবে এই দলে এমন একজন প্লেয়ার ছিলেন যিনি জয় শাহের (Jay Shah) জন্যই আপাতত দলে টিকে রয়েছেন, না হলে তাকে হয়তো রঞ্জি দল থেকেও বাদ পড়তে হতো।

More Read: WTC Final: WTC ফাইনালের আগে সম্পূর্ণরূপও ফিট ঋষভ পন্থ, এই সিরিজে করবেন ক্যাপ্টেন্সি !!

জয় শাহের জন্যই টিকে রয়েছেন দলে

Jay Shah
Jay Shah | Image: Twitter

আজকে আমার যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল (KL Rahul)। বেশ কয়েক বছর ধরেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হলেন রাহুল। তবে গত এক বছর তার পারফরমেন্সের বেশ প্রভাব দেখা গিয়েছে। আসলে গত বছর আইপিএল এর শেষেই অস্ত্রপাচার করতে থাকে জার্মানিতে যেতে হয়েছিল তাকে। সেখান থেকে ফিরে এসে একেবারেই ফর্মের বাইরে চলে গেছেন রাহুল, এমনকি ২০২২ সালের এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তার পারফরমেন্স নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। এমনকি ধীরে ধীরে টেস্ট ক্রিকেটেও নিজের ক্ষমতা হ্রাস পাচ্ছিল রাহুলের। পাশাপাশি একের পর এক অঘটন ঘটেছিল রাহুলের সাথে, গত বছর শেষে রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিতে দেখা যায় রাহুলকে এবং তারপর হঠাৎ করেই অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুটি ম্যাচ পরেই তার থেকে কেড়ে নেওয়া হয় সহ অধিনায়কের পদ।

ফর্মের বাইরে কে এল রাহুল

Kl rahul, jay shah
KL Rahul | Image: Getty Images

আসলে গত মার্চে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল, তখনই ঘটেছিল এই অঘটন। অজি দের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে একেবারে শান্ত ছিল রাহুলের ব্যাট। এবং শেষ দুই ম্যাচের জন্য যখন ভারতীয় স্কোয়াড প্রকাশিত হয় তখনই জানা যায় সহ অধিনায়কের পদ হারিয়েছেন রাহুল। এমনকি ওডিআই দলেও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেওয়া হয় দায়িত্ব। আস্তে আস্তে দল থেকেও বাতিল হয়ে যান তিনি, টেস্ট ক্রিকেটে তার জায়গাও নিয়ে ফেলেন শুভমান গিল (Shubman Gill), বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মেই রয়েছেন। রাহুলের পক্ষে কঠিন হবে তাকে প্রতিস্থাপন করা, তবে তার জায়গায় অন্য কোন প্লেয়ার হলে এতদিন দলের সুযোগ পেতেন না। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহ (Jay Shah), কে এল রাহুলকে খুবই পছন্দ করেন এবং তার দৌলতেই এতদিন টিকে রয়েছেন ময়দানে। তবে রাহুলের পারফরমেন্সের কথা বলতে গেলে কেএল রাহুল ৪৭ টেস্টে ৩৩.৪৪ গড়ে ২৬৪২ রান করেছেন, ৫৪ টি ওডিআই ম্যাচে ৪৫.১৪ গড়ে ১৯৮৬ রান করেছেন। ৭২ টি টোয়েন্টি ম্যাচে ৩৭.৭৫ গড়ে ২২৬৫ রান করেছেন।

Also Read: “ও শুরু করেছিল…” বিরাটের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে মুখ খুললেন বিতর্কিত আফগান পেসার নবীন উল হক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *