আপাতত জমে উঠেছে আইসিসি (ICC) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL 2023)। ২০২৩ সালের এই চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে আবার একবার পৌঁছে গেল ভারতীয় দল। ঘরের মাটিতেই অস্ট্রেলিয়া কে ২-১ ব্যবধানে পরাস্ত করে ফাইনালের রাস্তা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। এবং পৌঁছে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে ইংল্যান্ডের ওভালে ভারতীয় দল পরেছে সমস্যার মুখে। গত দুই দিনে খেলা হয়েছে সমাপ্ত। আর দুই দিনের কথা বিচার করলে আপাতত এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল ভারতীয় দলের বিরুদ্ধে ৪৬৯ রানের এক দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখালো।
প্রথম ইনিংসে ভারতীয় দল অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং শার্দূল ঠাকুরের (Shardul Thakur) দৌলতে ২৯৬ রান বানাতে সক্ষম হয় । তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে অজি দল আবার একবার ভারতীয় বোলিংয়ের ফায়দা তোলে এবং ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের কাছে টার্গেট ছিল ৪৪৪ রানের, চতুর্থ দিন শেষে ১৩২ রান বানায় ভারত ৩ উইকেটের বিনিময়ে কিন্তু পঞ্চম দিনে ২৩৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। বিগত ১০ বছর ধরে কোনো প্রকার আইসিসি ট্রফির মুখ দেখেনি টিম ইন্ডিয়া। এর মূল রয়েছে আইপিএল। ৩ কারণ কেন আইপিএলের জন্যই হচ্ছে টিম ইন্ডিয়ার ভবিষৎ খরাপ, জিতছে না কোনো ICC ট্রফি।
১. আইপিএল’কে বেশি প্রাধান্য
![IPL 2023: ৩ কারণ কেন আইপিএলের জন্যই হচ্ছে টিম ইন্ডিয়ার ভবিষৎ খরাপ, জিতছে না কোনো ICC ট্রফি !! 2 Chennai Super Kings in IPL 2023 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/05/csk-win-tropht-1024x576.png)
কিছুদিন আগেই সমস্ত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। আর এই লীগ জুড়েই চলছে বেশ উন্মাদনা। বর্তমানে প্রায় দুমাস ধরে চলে এই আইপিএল। আর এই আইপিএলের উপরেই দেওয়া হচ্ছে প্রাধান্য। এখানে কোটি কোটি টাকায় প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছেন এবং তারা প্রদর্শন দেখাচ্ছেন আইপিএলে। অনেক প্লেয়ার আছেন যারা আইপিএলকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন জাতীয় দলে ঢোকার জন্য। আর সেই প্রলোভনে পা দিচ্ছে ভারতীয় দলের সিলেক্টররা। আইপিএল থেকেই বেছে নেওয়া হচ্ছে প্রতিভা আর যার ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি, আইপিএলকে প্রাধান্য দিচ্ছে টিম ইন্ডিয়ার সিনিওর প্লেয়াররা।
আসলে, এবছর আইপিএল চলাকালীন ভারতীয় দলের সিনিয়র প্লেয়াররা কোন ম্যাচেই বিশ্রাম নেননি, বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামিদের মতন প্লেয়াররা তাদের ফ্রাঞ্চাইজির হয়ে প্রতিটি ম্যাচ খেলে গিয়েছেন।তারা WTC ফাইনালের কথা একবারও চিন্তা না করেই খেলে গিয়েছেন প্রতিটি ম্যাচ। এভাবে দেশের আগে আইপিএল কে রাখলে জিততে হবে না কোনো ট্রফি।
২. বাড়তি চাপ ও চোট
![IPL 2023: ৩ কারণ কেন আইপিএলের জন্যই হচ্ছে টিম ইন্ডিয়ার ভবিষৎ খরাপ, জিতছে না কোনো ICC ট্রফি !! 3 KL Rahul is ruled out from IPL 2023](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/05/rahul-injured-1024x576.png)
বর্তমানে আইপিএল বেশ জনপ্রিয়তা পাওয়ার পরে এখানে প্লেয়ারদের উপর তৈরি হয়েছে বাড়তি চাপ এবং তার প্রভাব পড়েছে তাদের ক্যারিয়ারে। ফ্র্যাঞ্চাইজির মোটা টাকার উপর ভিত্তি করে তাদের পারফরমেন্সের উপর দেখা গিয়েছে প্রভাব। এমনকি হালকা চোট নিয়েও খেলে যাচ্ছেন একেরপর এক আইপিএল ম্যাচ। প্লেয়ারদের মূল উদ্দেশ্য হলো ফ্রাঞ্চাইজির হয়ে ট্রফি জয়। যেকারণে হালকা চোট নিয়েও খেলছে একেরপর এক ম্যাচ।
ভারতীয় দলের হয়ে প্রমুখ বলার জস্প্রীত বুমরাহ (Jasprit Bumrah) তার ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০২২ আইপিএলে একাধিক ম্যাচ খেলেছেন তবে, এশিয়া কাপ ও বিশ্বকাপ আসার আগে তিনি চোট পেয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। পাশাপশি, এবছর কেএল রাহুল (KL Rahul) চোট পেয়ে ছিটকে গিয়েছে আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। প্রমুখ প্লেয়াররা ফ্রাঞ্চাইজির হয়ে চোট পাওয়ার পর বেশ সমস্যার মুখে পড়ছে টিম ইন্ডিয়া, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দলকে।
৩. সঠিক মূল্যায়নের অভাব
![IPL 2023: ৩ কারণ কেন আইপিএলের জন্যই হচ্ছে টিম ইন্ডিয়ার ভবিষৎ খরাপ, জিতছে না কোনো ICC ট্রফি !! 4 Indian Cricket Team](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/06/IMG-20230603-WA0002.jpg)
আইপিএলে সময় কাটানোর সাথে সাথে বেশি মূল্যায়নের অভাব দেখা গিয়েছে ক্রিকেটারদের মধ্যে। আসলে, ২ মাস ধরে চলতে থাকে আইপিএল যেখানে প্রায় প্রতিটি দেশ থেকে নানা প্লেয়ার এই লিগে খেলার সুযোগ পান। এমনকি দলের হয়ে ঠিকঠাক পারফরমেন্স করতে না পারায় দল থেকে বাইরেও যেতে হয় তাদের। যে কারণে সঠিক মূল্যয়ন সম্ভব হয়ে ওঠে না। এমনকি বর্তমানে ভারতীয় দল WTC ফাইনাল খেলছে।
আর এই ফাইনাল ম্যাচটির কিছুদিন আগেই শেষ হয়েছে আইপিএল। আর কিছুদিনের মধ্যেই ভারতীয় দল উড়ে গেল ইংল্যান্ডে এবং সেখানেই অল্প দিনের মধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন। তবে এই অনুশীলন ভারতীয় দলের জন্য যথেষ্ট ছিল না, যার জন্য সমস্যার মুখে পড়তে হলো দলকে।