বিশ্বের সবচেয়ে বড় বোর্ড হওয়া সত্ত্বেও, এই কারণে নাক কাটা যাচ্ছে ভারতের !! 1

BCCI: বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় দল হলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে দারুন ছন্দে থাকলেও অস্ট্রেলিয়ার কাছে মেগা ফাইনালে পরাজিত হতে হয়েছিল। ভারতীয় দল তাদের পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, ২০২৫ WTC ফাইনাল ও ২০২৪ T20 বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ফরম্যাটের ম্যাচ খেলতে চলেছে। বিশ্বকাপের আগে ভারতের বারবার নানান পরিবর্তন দলকে বড় ইভেন্টে প্রদর্শন দেখাতে পিছুপা করে দেয়। বিশ্বের সবচেয়ে বড় বোর্ড হওয়া সত্ত্বেও, বেশ কারণে নাক কাটা যাচ্ছে ভারতের।

Read More: “ছেলেখেলা করতে খুব ভালো লাগে ?” দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ক্যাপ্টেন দেখে মেজাজ হারালেন অজয় জাদেজা, নিলেন BCCI’এর ক্লাস !!

BCCI’এর ভুল সিদ্ধান্তে নাক কাটা যাচ্ছে ভারতের

BCCI, rahul dravid
BCCI | Image: Getty Images

বর্তমানে ক্ষমতায় রয়েছে মোদি সরকার। আর বিসিসিআই (BCCI) ফাইনাল ম্যাচ গুলি নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে, ঠিক যেমন এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আর ভারতকে লজ্জাজনক ভাবে পরাজিত হতে হয়েছিল। দ্বিতীয়ত ভারতীয় মহিলাদের ম্যাচগুলো মুম্বইতেই ফেলা হয়, চলতি ভারত-ইংল্যান্ড ম্যাচ গুলি ওয়ানখেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তবে মহিলা ম্যাচগুলো মুম্বইয়ের ভিতরের ঘোরাফেরা করে এমনকি গত সিজিনের WPL মুম্বই’তেই অনুষ্ঠিত হয়েছিল।

ভারতের পরাজয়ের অন্যতম মূল কারণ হলো বিশ্বকাপের আগে একাধিক পর্যবেক্ষণ। প্রতি বিশ্বকাপের আগে ভারতীয় দল তাদের স্কোয়াড পরিবর্তন করে, কখনও কখনও দলের ওপেনার নিয়ে টানাটানি, কখনও সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দিয়ে জুনিয়রদের সুযোগ দেওয়া। দলের পেসারদের বেশিরভাগ ম্যাচে বিশ্রাম দিয়ে নতুন মুখদের সুযোগ দেওয়া। ঠিক এবারের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ঋতুরাজ গাইকোয়ার্ডকে দেখা গিয়েছিল, জাদেজাকে বিশ্রাম দিয়ে ওয়াসিংটন সুন্দরকে সুযোগ দেওয়া আবার তাকে দিয়েই ওপেনিং করানো এসকল নানা পরীক্ষা নিরীক্ষার জন্যই বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে।

সঞ্জুকে নিয়ে চলে ছেলেখেলা

Sanju samson, bcci
Sanju Samson | Image: Getty Images

পাশাপাশি T20 বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসনকে ওডিআই দলে খেলানো এবং ODI বিশ্বকাপের আগে সঞ্জুকে T20 খেলাতে দেখা যায়। প্রসঙ্গত ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলের এশিয়া কাপের স্কোয়াডে (রিজার্ভ প্লেয়ার) সঞ্জু থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে তাকে যায়নি দেখা। এমনকি ২০২৪ সালে T20 বিশ্বকাপ রয়েছে, আর এই বিশ্বকাপের আগে সঞ্জুকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য বাছাই করা হয়েছে। প্রতি বিশ্বকাপের আগে এমন ভুলের কারণে নাক কাটা যাচ্ছে ভারতের।

আরও পড়ুন- ১৫৮ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার BCCI, বাইজুসের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন জয় শাহ, রজার বিনি’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *