BCCI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতলেই ভারত সিরিজ নিশ্চিত করতে পারত। কিন্তু সেটা সম্ভব হলো না লখনউতে। বিভিন্ন কারণের জন্য বন্ধ থাকতে পারে ক্রিকেট ম্যাচ, ঠিক তারই এক নিদর্শন পাওয়া গেল। এবারে বৃষ্টি বা খারাপ আলোর জন্য নয় বরং অত্যধিক বায়ুদূষণ ও তার ফলে সৃষ্টি গভীর কুয়াশার জন্যই বন্ধ হয়েছে ম্যাচ। যোগীরাজ্যে নির্ধারিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শেষ পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার মাঠ পরিদর্শনে আম্পায়াররা আসলেও শেষমেষ খেলাটি বন্ধ করতে হয়। ম্যাচ বন্ধ হতেই স্টেডিয়ামে দেখতে আশা ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়েছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির জন্য দায়ী কে?
ভেস্তে গিয়েছে সিরিজের চতুর্থ ম্যাচ

প্রসঙ্গত, লখনউয়ের বিষাক্ত বাতাসের বর্তমান অবস্থার জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন অবশ্যই দায় এড়াতে পারে না। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগোড়ায় তুললো ভক্তরা। ভক্তদের দাবি, শীতকালে উত্তর ভারতের – দিল্লি ও লখনউ’এর দূষণের প্রকৃতি আগে থেকেই জানা, তা হলে এ সময়েই লখনউকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হল কেন? যে রাজ্যে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI) ৪১১-এ পৌঁছেছে, সেখানে একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করাটাই বড় ভুল বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। এই ধরণের বাতাসের মান মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভাবে ক্ষতিকারক। বুধবার সন্ধে সাতটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে বায়ু দূষণের কারণে টসের সময় সুচিও পিছিয়ে যায়। এমনকি ১ মিটারের বেশি দূরত্বে থাকা সব জিনিস ছিল ঝাপসা। এমন পরিস্থিতিতে ম্যাচ আগে বাড়ানো সম্ভব ছিল না।
Read More: কোটি টাকা খরচ করে দুর্দান্ত দল করলো KKR, IPL’এ ৪০০ রান কোনো ব্যাপার নয় !!
BCCI’এর জন্য ভেস্তে গেল ম্যাচ

খেলা শুরুর কথা থাকলেও, টস পিছিয়ে যায় কুয়াশা ও দূষণের কারণে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দু’হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। স্বভাবতই প্রশ্ন উঠছে, এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে ম্যাচ ধরাই বা কেন? এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সমাপ্ত হওয়া টেস্ট সিরিজের ভ্যানুতে বদল দেখা গিয়েছিল। উভয় দলের প্রথম টেস্টিটি দিল্লিতে হওয়ার কথা ছিল, তবে সেটি সরিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরিয়ে আনে বোর্ড। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের এই ম্যাচটি না সরিয়ে বড় ভুল করেছে বোর্ড। তাছাড়া আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ হবে, যার ভেন্যু নির্ধারিত হয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতে। বিসিসিআইয়ের রোটেশন নিয়মে উত্তর ভারত থেকে খেলা এবার দক্ষিণ ও পশ্চিম দিকে যাবে। শুক্রবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই বিচার হবে কে সিরিজ জয় করছে।