বছরের প্রথমে বিসিসিআইয়ের (BCCI) মুখ্য নির্বাচক হিসাবে পুনরায় মনোনীত চেতন শর্মার (Chetan Sharma)। তবে, ভারতীয় ক্রিকেট নিয়ে অহেতুক কথা ও ভিতরের তথ্য ফাঁস করে প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছিল চেতন শর্মাকে। মাত্র কয়েক ঘন্টার স্টিং অপারেশনে বিরাট-সৌরভ, রোহিত-হার্দিককে নিয়ে সব ফাঁস করে দিয়েছিলেন চেতন শর্মা। বোর্ডের গোপন তথ্য ফাঁস করে নিজের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। আর অন্যদিকে বহুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল অজিত আগারকারকে নিয়ে (Ajit Agarkar)। সেই জল্পনাই এবার সত্যি হল। ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন অজিত আগরকার (Ajit Agarkar)। গতকাল বিসিসিআইয়ের (BCCI) তরফে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো এই বিবৃতি। তবে, আগারকারের হাত ধরেই বিশ্বকাপ আসতে পারে ইন্ডিয়াতে। শুধু তাই নয়, তার জন্যই ভাগ্য খুলতে চলেছে ৩ ক্রিকেটারের।
Read More: প্রধান নির্বাচকের পদে বসলেন অজিত আগরকার, রোহিত-বিরাটদের ছুটি করে এই তরুণদের দেবেন সুযোগ !!
১. সরফরাজ খান

এই তালিকায় শীর্ষে রয়েছে সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বই দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে শেষ তিন বছর তিনি যা পারফরমেন্স দেখিয়েছেন কেউ তার ধারে পাশে আসতে পারেনি। ভারতীয় দলের এই ব্যাটসম্যান জাতীয় দলে সুযোগ পাওয়ার অনেক কাছাকাছি রয়েছেন, তবুও সুযোগ পাচ্ছেন না। অজিত আগারকারের (Ajit Agarkar) দৌলতে দলে ঢুকতে পারেন তিনি, কারণ মুম্বইয়ের থেকে নির্বাচিত হয়েছেন অজিত এবং সরফরাজ মুম্বইয়ের প্লেয়ার। অজিত চাইবেন সরফরাজের মতন প্রতিভাকে জাতীয় দলে সুযোগ দিতে। এখনও দলে সুযোগ, ২০২০-২১ সিজিনে সর্বাধিক রানের মালিক ছিলেন সরফরাজ, প্রথম শ্রেণিতে ৭৯.৬৫ গড়ে ব্যাটিং করছেন তিনি, ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫০৫ রান করেছেন সরফরাজ। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ১৩ টি সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরি। ২০১৯-২০ সিজিনে ১৫৫ গড়ে ৯২৮ রান বানিয়েছিলেন তিনি, ২০২১-২২ সালে তিনি ১২৩ গড়ে করেছেন ৯০০ এর বেশি রান
২. রিঙ্কু সিং

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিঙ্কু সিং (Rinku Singh)। লর্ড রিঙ্কু থেকে ভক্তদের পছন্দের প্লেয়ার হয়ে ওঠেন রিঙ্কু। তিনি যে আগামীদিনে বড় মাপের প্লেয়ার হবে তা তিনি গতবছর দেখিয়েছিলেন। তবে, এবছর প্রথম থেকেই রিঙ্কু বেশ অসাধারণ পারফরমেন্স করলেন। কলকাতা দলের ভরসমান প্লেয়ার হয়ে ওঠেন তিনি। এমনকি শেষ ওভারে যখন প্রয়োজন ছিল ২৯ রানের তখন শেষ ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন। এবছর কলকাতা দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন তিনি এবছর ১৪ টি ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে। পাশাপশি তিনি ৪ টি অর্ধশতরানের মাধ্যমে বানিয়েছেন ৪৭৪ রান। পাশাপাশি, ডোমেস্টিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স দেখিয়েছেন রিঙ্কু, ৫৮.৪ গড়ে প্রথম শ্ৰেণীর ক্রিকেটে ২৯১৯ রান বানিয়েছেন ও ৫১ লিস্ট এ ম্যাচে ৫৩ গড়ে ১৭৪৯ রান বানিয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলে সুযোগ পাওয়ার খুব কাছেই রয়েছেন তিনি। অজিত আগারকারের (Ajit Agarkar) দৌলতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে রিঙ্কুকে।
৩. পৃথ্বী শ

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান হলেন পৃথ্বী। ভারতীয় দলের এই প্লেয়ার তার ক্যারিয়ারের অভিষেক একটি শতরান দিয়েই করেছিলেন। তবে, ফিটনেসের সমস্যার কারণে ও চোটের সমস্যায় ভোগার জন্য দলের থেকে বাদ গিয়েছেন। এমনকি, আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছেন তিনি। কয়েকটি ম্যাচে প্লেয়িং ইলেভেন থেকেও বাদ পড়েন তিনি। পুরো মৌসুমে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। ৮ ইনিংসে মাত্র ১০৬ রান করেন তিনি। এই সময়ে, তার গড় ছিল ১৩.২৫ এবং স্ট্রাইক রেট ছিল ১২৪.৭০। তবে টিম ইন্ডিয়ার হয়ে তিনি মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন। কিন্তু জাতীয় দলে আর সুযোগ পেতে দেখা যাচ্ছে না তাকে। যেহেতু ঘরোয়া ক্রিকেটে মুম্বাই’য়ের হয়ে খেলে থাকেন পৃথ্বী এবং অজিত আগারকারের (Ajit Agarkar) কোচিংয়ে তিনি খেলেছেন অর্থাৎ অজিত ভালোভাবেই জানেন শ’ কেমন প্লেয়ার। যে কারণেই আগামী দিনে জাতীয় দলে সুযোগ পেতে পারে এই তরুণ প্লেয়ার। ভারতীয় দলের হয়ে ৫ টেস্টে ৪২.৩৮ গড়ে ৩৩৯ রান করেছেন এবং ৬ ওডিআই ম্যাচে ৩১.৫ গড়ে ১৮৯ রান বানিয়েছেন তিনি, তবে টি টোয়েন্টি ক্রিকেটে এখনো খাতা খোলেননি শ’।
৪. তিলক ভার্মা

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের নির্ভরশীল ব্যাটসম্যান তিলক ভার্মা (Tilak Varma)। তাকে আগামী দিনের সুপারস্টার বলেও মনে করা হচ্ছে। গতবছর মুম্বই ইন্ডিয়ান্স তাকে দলে সামিল করেছিল এবং তিনি নিজেকে প্রমাণ ও করেছেন। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পর খবরের শিরোনামে উঠে এসেছে তিলক। এই আইপিএলে ১১ টি ইনিংসে ৪২.৮৮ গড়ে ও ১৬৪.১১ স্ট্রাইক রেটে ৩৪৩ রান করেছেন। এমনকি গুজরাতের বিরুদ্ধে মরণবাচন দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি ১৪ বলে ৪৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। আগামী দিনে অজিত আগারকারের (Ajit Agarkar) দৌলতে ভারতীয় দলে পেতে পারেন সুযোগ।
৫. শিভম দুবে

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার ভরসযোগ্য অলরাউন্ডার ব্যাটসম্যান শিভম দুবে (Shivam Dube)। ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তিনি, তবে হার্দিক (Hardik Pandya), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভিড়ে দলে সুযোগ পাচ্ছেন না দুবে। তবে, এবছর আইপিএলে ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন দুবে। আবার একবার অজিত আগারকারের জন্য জাতীয় দলে সুযোগ পেতে পারেন দুবে। তাকে ১ ওডিআই ম্যাচে ৯ রান করেছেন ও ১৩ ওডিআই ম্যাচ খেলে ১০৫ রান করেছেন। তবে আগামী দিনে জাতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি।