world-cup-2023-ind-POSSIBLE XI vs-nz

বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আপাতত বিশ্বকাপে চার দল সেমিফাইনালের টিকিট করে ফেলেছে কনফার্ম। গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ ২০২৩’এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করে ফেলে। শেষ দুই দল হিসেবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলার সুযোগ পেল। প্রথম ও চতুর্থ দলের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা হবে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে, যেখানে টিম ইন্ডিয়া মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৫ বিশ্বকাপ থেকে ভারতীয় দলের নকআউট পর্যায়ে এসেছে একাধিক পরাজয়, এমনকি ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছেই পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তবে ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পরাস্ত করবে এই ৩ কারণে…

Read More: World Cup 2023: অধিনায়কের ভূমিকায় ফিরলেন বিরাট কোহলি, বিশ্বকাপের মাঝপথে প্রকাশ্যে চমকপ্রদ তথ্য !!

১. ভারতীয় ব্যাটসম্যানদের পারফরমেন্স

Rohit gill, world cup 2023
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

চলতি বিশ্বকাপে (World Cup 2023) বেশ দারুন ফর্মে রয়েছেন ভারতীয় দলের ব্যাটসম্যানরা। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এই বিশ্বকাপে ৫০০র বেশি রান করে ফেলেছেন। পাশাপাশি শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও ৪০০’র বেশি রান এসেছে, দলের টপ অর্ডার এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানরা বেশ দারুন ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছেন। আসন্ন ম্যাচে নিউজিল্যান্ডকে টেক্কা দিতে ভারতীয় ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। আপাতত এই বিশ্বকাপে দেখা গিয়েছে ভারতীয় দলের শীর্ষ ৫ ব্যাটসম্যানের থেকে কোন না কোন ম্যাচে অর্ধশত রান বা শত রানের ইনিংস।

কিছুদিন আগেই গ্রুপ পর্যায়ের ম্যাচে যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন বিরাট কোহলি দুরন্ত একটি শতরানের ইনিংস খেলেছিলেন, তবে তাই নয় অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল দারুন সূচনাও দিয়েছিলেন। মুম্বাইতে ব্যাটিং উইকেটের বেশ মজা নিতে দেখা যাবে রোহিত শর্মাদের। নিউজিল্যান্ডকে পরাস্ত করার পিছনে অন্যতম ভূমিকা থাকবে ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে । ব্যাটসম্যানদের পুরানো ছন্দ বজায় রাখতেও দেখা গিয়েছে নেদারল্যান্ডের বিরুদ্ধেও। ভারতীয় দলের ৫ ব্যাটম্যানের থেকে পঞ্চাশের বেশি রান দেখা গিয়েছে এই ম্যাচে। এমনকি দুই ব্যাটসম্যান এর থেকে শত রানের ইনিংসও দেখা গিয়েছে। একই ধরনের ব্যাটিং বজায় রাখলে টিম ইন্ডিয়া এবারে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে বধ করতে সক্ষম হবে।

২. বোলারদের দুরন্ত বোলিং

Mohammed shami, world cup 2023
Mohammed Shami | Image: Getty Images

এই বিশ্বকাপে ব্যাটসম্যানদের থেকে বিপক্ষ দলকে বেশি টক্কর দিচ্ছে ভারতীয় দলের বোলাররা। বিপক্ষ দল গুলিকে সাতবার অলআউট করেছে ভারতীয় বোলাররা যেটাই বিশ্বকাপে সর্বাধিক। পেসারদের থেকে শুরু করে স্পিনাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। এই বিশ্বকাপে ভারতীয় দলের পেশারদের দুর্দান্ত সুইং বোলিং বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন।

ভারতীয় দলের পেসারদের পাশাপশি স্পিন বিভাগে কামাল করছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিউইদের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের এই দুর্দান্ত ফর্ম গুরুত্বপূর্ণ হতে চলেছে সেমিফাইনালে কিউইদের পরাস্ত করতে। এমনকি, গতবার দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন মোহম্মদ শামি ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং অর্ডার তছনছ করে দেন।

৩. ম্যাট হেনরির অনুপস্থিতি

Matt Henry, world cup 2023
Matt Henry | Image: Getty Images

ভারতীয় দলের একটি প্লাস পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটি হলো কিউই দলের মুখ্য পেসার ম্যাট হেনরির অনুপস্থিতি। গত বিশ্বকাপের সেমিফাইনালে ও WTC ফাইনালে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার তছনছ করে দিয়েছিলেন। তবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে না ম্যাট হেনরিকে। এরফলে ভারতীয় দলের ব্যাটসম্যানরা আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং চালাতে পারে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে (AUS vs NZ) ম্যাচে চোট পেয়েছিলেন হেনরি এবং বিশ্বকাপ থেকে চোটের কারণে বিদায় নিতে হয়েছিল তাকে। তার বদলি হিসাবে কাইল জেমিসনকে (Kyle Jemison) দলে সুযোগ দিয়েছে কিউই বাহিনী।

Read More: World Cup 2023: “আমার ভুল হয়েছে…” বিরাট কোহলির কাছে ক্ষমা চেয়ে নিলেন কুশল মেন্ডিস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *