Asia Cup 2023: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সমাপ্তি ঘটেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) ম্যাচটির। এরপরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। বিগত ৯-১০ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। ভারতীয় দলের খেলা অন্য কোনো ভেন্যুতে খেলা হলে তবেই ভারতীয় দল এশিয়া কাপে অংশ নেবে। জয় শাহের বিরোধিতার পরেও এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানেই।
Read More: এশিয়া কাপ থেকে ছুটি হলো পাকিস্তানের, এই দেশের মাটিতে বসবে জাকজমক আসর !!
শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া
আসলে, চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। নেপালের সাথে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। আর, অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ভারত ছাড়া বাঁকি দলগুলো পাকিস্তানের মাটিতে খেলবে। তবে, শ্রীলংকাতেই যাবতীয় ম্যাচ এবং সেমি ফাইনাল বা ফাইনাল সব অনুষ্ঠিত হবে। তবে, এবছর এশিয়া কাপে জোর খাটাতে পারলেও আগামী দিনে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পাঠাতে হবে জয় শাহ কে। আসলে এশিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন জয় শাহ। যেকারণে তিনি, এশিয়া কাপ পাকস্তানের বাইরে বের করতে সক্ষম হয়েছেন। আসলে, গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই জয় শাহ ঘোষণা করে দিয়েছিলেন যে ভারতীয় দল কোনো মতেই যাবে না পাকিস্তানে। আর ওই এশিয়া কাপ নিয়েই চলছিল উন্মাদনা। তবে শেষমেশ বজায় থাকলো জয়ের জেদ।
PCB’র কাছে মাথা নত করবে BCCI
কিন্তু আগামী দিনে এই জেদ বজায় নাও থাকতে পারে। আসলে, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে আসছে। আর পাকিস্তানেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট কে ঘিরেও চলবে নানা রকমের চর্চা, এমনকি ভারতীয় দল পাকিস্তানের না যাওয়ার জন্য বিভিন্ন কারণ দেখাতে পারে। তবে সে বেলায় জয় শায়ের বুদ্ধি নাও খাটতে পারে। কারণ এই টুর্নামেন্টই হতে চলেছে আইসিসির, যে কারণে ভেন্যু চেঞ্জ করা অতটা সহজ হবে না জয় শাহের কাছে। তবে এশিয়া কাপের বোর্ডের দায়িত্বে থাকার জন্যই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলিকে স্থানান্তরিত করতে সক্ষম হয়েছিলেন তিনি। আর ২০২৫ সালে সেই পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে পাঠাতে হতে পারে।