Bcci will rest Virat kohli in asia cup 2023

২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম, এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। বিগত ১০ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের আয়োজন নিয়ে চলছিল জল্পনা। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। যেকারণেই এবছর দুই দেশে আয়োজিত হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট থেকে এশিয়া কাপের টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এশিয়া কাপে, প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে, এরপর বাঁকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। যদিও ভারতীয় দল প্রতিটি ম্যাচ শ্রীলংকাতেই খেলবে। এশিয়া কাপের আগে শোনা গেল এক আপত্তিকর তথ্য।

Read More: টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা, ভারতের মাটিতেই শেষ হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপের জার্নি !!

এশিয়া কাপের দলের বাইরে বিরাট কোহলি

Virat Kohli, asia cup 2023
Virat Kohli | Image: Getty Images

আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। যদিও ভারতের স্কোয়াড এখনও প্রকাশ হয়নি। তবে, সূত্রের খবর অনুযায়ী আসন্ন এশিয়া কালে ভারতীয় দল বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দেবেন। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপকে পাখির চোখ করতে চাইছে বিসিসিআই (BCCI)। সবার চোখ থাকবে বিরাট কোহলির উপর, ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতন হয়তো দেখা যেতে পারে বিরাট কোহলিকে, আর নিজের শেষ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। আর বিশ্বকাপের আগে নিজেকে সুস্থ রাখতে বিরাটকে বিশ্রাম দিতে চাইছে বিসিসিআই। জুলাইতে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলেছে যেখানে টেস্ট ও ওডিআই ফরম্যাটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আর টিম ইন্ডিয়ার হয়ে রোহিত ও বিরাট দুজনেই খেলেছিলেন।

২০১৬ সালে বিরাটকে ছাড়া এসেছিল এশিয়া কাপ

Asia cup 2023
Asia Cup 2023 | Image: Getty Images

তবে দুটি টেস্ট ও প্রথম ওডিআই খেলার পর থেকে বাঁকি দুই ওডিআই ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। পাশাপাশি, আসন্ন এশিয়া কাপেও বিশ্রামে থাকবেন বলেন খবর সামনে আসছে। ২০১৬ সালে এশিয়া কাপ চলাকালীন বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল তখন ভারতীয় দলের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) উপর। যদিও সেবার এশিয়া কাপের বিজেতা হয়েছিল টিম ইন্ডিয়া। বিনা কোহলিতেই কাপ জয় করে ভারতীয় দল, আবার একবার কোহলিকে বিশ্রাম দিলে ভারত জিততে পারে এশিয়া কাপ।

Read More: Asia Cup 2023: বোর্ডের পর এবার কমেন্ট্রি প্যানেলে থেকেও বাদ রমিজ রাজা, জায়গা পেল এই ভারতীয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *