Jay shah, bcci, t20 world cup 2024
Jay Shah | Image: Getty Images

BCCI: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের একাধিক টুর্নামেন্ট। টি টোয়েন্টি ক্রিকেটের ক্রেজ এতটাই বেড়ে গিয়েছে যে আজকাল একাধিক টুর্নামেন্ট হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে। তবে, ভারতীয় প্লেয়ারদের উপায় নেই বাইরের কোনো লীগ খেলার। তবে, এবার অন্য সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। আগামী ৭ ই জুলাই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর অ্যাপেক্স কাউন্সিলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেখানে তিন মাস পর শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (WC 2023) এবং বেশ কয়েকটি এজেন্ডা আইটেম নিয়ে আলোচনা করা হবে। এইদিকে, খবর এসেছে যে বিদেশি লিগে অবসর নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার কথা ভাবছে বিসিসিআই। তবে, এবিষয়ে কতোটা সম্মতি পাওয়া যাবে সেবিষয়ে নেই কোনো আপডেট।

Read More: এই ম্যাচ উইনারের সাথে রাজনীতি করছে BCCI, পারফরমেন্স দেখিয়েও দলে পাচ্ছেন না সুযোগ !!

অবসরের পর বাইরের লীগ খেলছে ভারতীয় প্লেয়াররা

সূত্রের খবর অনুযায়ী, UAE-তে ILT20 এবং US-এ মেজর লীগ ক্রিকেট-এর মতো বিদেশী লীগে অংশ নিতে ইচ্ছুক হয়েছে ভারতীয় ক্রিকেটাররা। ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে কোচিং বা অন্য পদে যুক্ত খাওয়ার ক্ষেত্রে NOC বাধ্যতামূলক হবে।উদাহরণস্বরূপ, ইউসুফ পাঠান (Yusuf Pathan)এবং রবিন উথাপ্পা (Robin Utthappa) গত বছর ILT20-এ খেলেছিলেন, এমনকি অম্বাতি রাইডু (Ambati Rayudu) সাম্প্রতিক আইপিএল-এর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পরপরই MLC-তে যোগ দিয়েছিলেন। এটি মাথায় রেখে, বিসিসিআই NOC বাধ্যতামূলক করার পাশাপাশি কুলিং-অফ পিরিয়ডের নিয়ম প্রয়োগ করার কথাও বিবেচনা করতে পারে।

BCCI নেবে সিদ্ধান্ত

BCCI
BCCI | Image: Getty Images

৭ জুলাইয়ের বৈঠকে কথা হতে পারে, অবসর নিয়ে টি-টোয়েন্টি লিগ খেলতে যাওয়া ক্রিকেটারদের ব্যাপারে। সম্প্রতি অম্বাতি রায়ডু অবসর নেন। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন আমেরিকার টি-টোয়েন্টি লিগে খেলবেন। বোর্ডের সিদ্ধান্তের কারণে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারেরা অন্য লিগে খেলতে পারেন না। কিন্তু অবসর নিলে তাঁরা খেলতে পারেন। এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির মালিক। তার মতে, অবসরের পরে যদি বোর্ড এধরণের নিয়ম পেশ করে তাহলে লাভের লাভ কিছুই হবে না। অবসর নিয়েই তাকে বাইরের লীগ খেলতে হবে, আর যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে প্লেয়ারের দেওয়ার মতন কিছুই থাকবে না। তিনি মন্তব্য করে বলেছেন, “বোর্ড যদি অন্য লিগে খেলোয়াড়দের না খেলার জন্য একটি সীমা আরোপ করে এবং অবসর নেওয়ার পর তাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে শেষ হয়ে যাবে তাদের খেলার বয়স।”

Read Also: কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি, দ্রাবিড়কে বাইরের পথ দেখাচ্ছেন BCCI সেক্রেটারি জয় শাহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *