পাকিস্তানের কাছে মাথা নত BCCI’এর, ঢাকাতে এশিয়া কাপের মিটিংয়ে নিচ্ছে অংশ !! 1

২০২৩’এর এশিয়া কাপের (Asia Cup 2023) মতন এবারের এশিয়া কাপ নিয়েও বেশ জলঘোলা চলছে। এবারের এশিয়া কাপ নিয়ে শুরু হয়েছে সংশয়। ভারতের মাটিতে এবার বসার কথা ছিল এশিয়া কাপের আসর। তবে, ভারত এবারের এশিয়া কাপের আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে, এই আলাপালোচনায় যোগ দিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যদিও শেষমেষ ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো এক সদস্য এই মিটিংয়ে যোগদান করবেন বলেই সূত্রের খবর।

এশিয়া কাপ নিয়ে কাটছে না ধোঁয়াশা

acc-hopeful-about-hosting-asia-cup
Asia Cup | Image: Twitter

সূত্রের দাবি, ঢাকায় আসার আপত্তি ছিল বিসিসিআইয়ের। এমনকি, বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা সাদা বলের সিরিজ খেলবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। তবে, সেই সিরিজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। অন্নদিকে এশিয়া কাপ নিয়েও বেশ জলঘোলা তরু হয়েছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অনলাইনে এই সভায় যোগ দেবেন। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী এসিসি’র বার্ষিক সভা।

এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের কোনো আপত্তি না থাকলেও এই সভা নিয়েই বিসিসিআইয়ের আপত্তি ছিল। এমনকি, সভার ভ্যানু স্থানান্তরের কথাও জানিয়েছিল ভারতীয় বোর্ড। তবে, বিসিসিআইয়ের আবদার মানা হয়নি। এসিসি বোর্ডের চেয়ারম্যান হলেন পাকিস্তানের মহসিন নাকভি। তিনি ইচ্ছা করেই বা ভারতকে বিপাকে ফেলতে সভার ভ্যানু পরিবর্তন করেননি। যদিও শেষমেশ বোর্ডের তরফে সশরীরে কেউ উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি থাকতে চলেছেন।

সভায় যোগদান করতে রাজি BCCI

Bcci
BCCI Officials | Image: Getty Imagea

উল্লেখ্য, ভারত-সহ শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক প্রতিনিধি পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছিল। ভারত এশিয়া কাপের আয়োজন করতে অস্বীকার জানানোর পর সম্ভাব্য ভ্যানু হিসাবে আরব আমিরাত সবার উপরে রয়েছে। এবার সেখানেই এশিয়া কাপের আসর বসতে চলেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। এশিয়া কাপ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বৃহস্পতিবারের বৈঠক শেষে বিষয়টি নিয়ে স্পষ্টতা আসার সম্ভাবনা রয়েছে। সভা উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি ও পিএসএল সিইও সালমান নাসির। এছাড়াও, আফগান বোর্ডের প্রতিনিধিদের ঢাকায় আসার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে।

Read Also: আবারও গৌতম গম্ভীরের প্রতারণার শিকার এই তারকা, ম্যাঞ্চেস্টার টেস্টেও পেলেন না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *